জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলারের মৃত্যুতে শোকের হাওয়া বইছে ফুটবল বিশ্বে। নিজের খেলোয়াড়ী জীবনে অসংখ্য রেকর্ডের মালিক ছিলেন ১৯৭৪ এর বিশ্বকাপজয়ী এই জার্মান। তার চারটি রেকর্ড নিজের করে নেওয়া লিওনেল মেসিও শোকাহত। 

তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে মেসি লিখেছেন, ‘আমরা একজন কিংবদন্তিকে হারিয়েছি।’

প্রায় চার দশক ধরে অক্ষুণ্ণ থাকা মুলারের অনেক রেকর্ড পরবর্তীতে মেসির দখলে চলে গেলেও একটি রেকর্ড এখনও অটুট। ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে মুলার একই সঙ্গে ইউরোপিয়ান ক্লাব কাপ ফাইনাল, ইউরো কাপ ফাইনাল এবং বিশ্বকাপ ফাইনালে গোল করছেন।

মেসি ২০১২ সালে মুলারের এক মৌসুমে করা সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙেন। ১৯৭২ সালে বায়ার্ন মিউনিখের হয়ে পুরো মৌসুমে ৮৫ গোল করে এই রেকর্ডের মালিক হয়েছিলেন মুলার। কিন্তু মেসি ৯১ গোল দিয়ে টপকে যান তাকে।

একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডাটাও ছিল এই জার্মানের দখলে। ২০১৭ সালে মেসি টপকে যাওয়ার আগ পর্যন্ত বায়ার্নের জার্সিতে তার দেওয়া ৫২৫টি গোলই ছিল একটি ক্লাবের হয়ে কোন খেলোয়াড়ের সর্বোচ্চ গোল। বার্সা ছাড়ার আগেই ৬৭২ গোল করে নতুন রেকর্ডের মালিক আর্জেন্টাইন সুপারস্টার।

মুলারের দুটি রেকর্ড ভেঙে ক্ষান্ত হননি মেসি। পরবর্তীতে ভেঙেছেন তার বায়ার্নের জার্সিতে করা বুন্দেসলিগায় সর্বোচ্চ গোলের রেকর্ডও। ২০১৮ সালে মেসি তার বুন্দেস লিগা রেকর্ড ৩৬৫ গোল টপকে যান। লা লিগায় কাতালানদের হয়ে মেসির ৪৭৪ গোলই এখন নতুন রেকর্ড।

সর্বশেষ রেকর্ডটি মেসি ভেঙেছেন বার্সা ছাড়ার কিছুদিন আগেই। স্প্যানিশ গণমাধ্যম মার্কা কিংবদন্তি খেলোয়াড়দের সম্মান জানাতে পিচিচি ট্রফি প্রদান করে থাকে। ২০২১ সালে অষ্টমবারের মত এই ট্রফি গ্রহণ করে গার্ড মুলারের ৭ বার পিচিচি ট্রফি জয়ের রেকর্ড ভাঙেন মেসি।

এআইএ/এটি/এমএইচ