বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আজ (শুক্রবার) মাত্র একটি ম্যাচ ছিল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচটি ড্র হয়েছে। মোহামেডান ২-২ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। আজকের ম্যাচটি ছিল মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ শেন লীর সাদা-কালোদের হয়ে ৫০ তম ম্যাচ। তার কোচ হিসেবে অর্ধশত ম্যাচে হারেনি মোহামেডান। 

আজকের ম্যাচে ড্রয়ে বড় প্রভাব পড়েছে লিগ টেবিলে। চট্টগ্রাম আবাহনী রানার্স-আপ হওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে। ২৩ ম্যাচে কোচ মারুফুল হকের দলের পয়েন্ট ৪১। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাদের বাকি আর এক ম্যাচ। ইতোমধ্যে শেখ জামাল ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। 

ফলে শেখ জামালকে আর স্পর্শ করা সম্ভব না চট্টগ্রাম আবাহনীর। ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান ২২ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। সমান ম্যাচে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ জামালের রানার্স আপ হওয়ার সম্ভাবনাই বেশি। 

ম্যাচের ৬ মিনিটে চার্লস দিদিয়ের গোলে লিড নেয় মারুফুলের দল চট্টগ্রাম আবাহনী। ১৬ মিনিট পর ম্যাচে সমতা আনেন জাফর ইকবাল। ঢাকা মোহামেডান সমতা আনার দুই মিনিটের মধ্যে আবার লিড নেয় চট্টগ্রাম আবাহনী। নাইজেরিয়ান ম্যাথু চিন্ডের গোল করলে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে ড্রেসিং রুমে ফেরে চট্টগ্রাম আবাহনী।
 
বিরতির পর দুই দলই গোল করার চেষ্টা করে। ৫৯ মিনিটে আমির হাকিম বাপ্পী মোহামেডানকে ম্যাচে সমতা এনে দেন। বাকি সময় দুই দল জয়ের চেষ্টা করে। বিশেষ করে চট্টগ্রাম আবাহনী তাদের কুশলী ফুটবলার রাকিব হোসেনের মাধ্যমে দারুণ কিছু সুযোগ পেলেও শেষ পর্যন্ত স্কোরলাইন বাড়াতে পারেনি। ফলে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে।
 
এজেড/এমএইচ