গত ৩০ জুন সর্বশেষ ম্যাচ হয়েছিল তৃতীয় বিভাগ ফুটবল লিগের। এরপর লকডাউন হওয়ায় গত দেড় মাসের বেশি সময় আর মাঠে গড়ায়নি। আজ রোববার থেকে কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সুপার লিগের খেলা শুরু হয়েছে। 

লকডাউনের মধ্যে নারী ফুটবল, চ্যাম্পিয়নশিপ লিগ, প্রিমিয়ার লিগ চললেও তৃতীয় বিভাগ ফুটবল পরিচালনা করে বাফুফে। সেই প্রতিযোগিতাগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শেষ করেছে বাফুফে। 

তৃতীয় বিভাগ ফুটবলে প্রতি দিন পাঁচটি ম্যাচ রয়েছে। সকাল দশটা শুরু হয়েছে প্রথম ম্যাচ। সন্ধ্যা ছয়টায় পঞ্চম ম্যাচ। টার্ফে গরমের মধ্যে ম্যাচ খেলা খুবই কঠিন। বাফুফে অবশ্য ফিকশ্চার এমন ভাবে করেছে যেন সকল দল সকল সময়ে খেলতে হয়। কোনো দলকে বিশেষ সুবিধা বা অধিকার বঞ্চিত হয়নি।

তৃতীয় বিভাগ ফুটবলে এখন চলছে সুপার লিগ। সুপার লিগের শীর্ষ পাঁচ দল আগামী মৌসুমে দ্বিতীয় বিভাগে খেলবে। 

এজেড/এটি