‘বড় সুযোগ’ কাজে লাগাতে যাচ্ছে বসুন্ধরা কিংস
অস্কার ব্রুজন/ফাইল ছবি
প্রথম ম্যাচে জয় আর দ্বিতীয় ম্যাচে ড্র। তাতে বসুন্ধরা কিংসের এএফসি কাপ স্বপ্নটাও বেঁচে রইল ভালোভাবেই। শেষ ম্যাচে এখন শক্তিশালী এটিকে মোহনবাগানের বিপক্ষে জয় তুলে নিলেই বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে চলে যাবে আন্ত আঞ্চলিক সেমিফাইনালে।
কোচ অস্কার ব্রুজন এই সুযোগকে দেখছেন বড় সুযোগ হিসেবেইে। সে সুযোগ কাজে লাগানোর তীব্র আত্মবিশ্বাসও ঠিকরে বেরোলো তার কণ্ঠ থেকে। ম্যাচ শেষে এএফসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বসুন্ধরা এখনো টিকে আছে আর পরের পর্বে উতরে যাওয়ার আরও একটা সুযোগ পাচ্ছে। আমরা এই বড় সুযোগটাকে কাজে লাগাতে যাচ্ছি।’
বিজ্ঞাপন
শনিবার বিকেলে মালদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামের এই ম্যাচে শেষ আধাঘণ্টায় বসুন্ধরা কিছুটা রক্ষণাত্মকই হয়ে পড়েছিল। তবে এরপরও কোচ ব্রুজন একে দেখছেন ভালো একটা ফলাফল হিসেবেই। বললেন, ‘আজকের ফলাফলটা আমাদের জন্য বেশ ভালো। আমরা বেশ ভালো খেলেছি, যদিও মনে হয়েছে যে শেষ আধাঘণ্টায় কিছুটা রক্ষণাত্মক খেলেছি। খেলায় যে পরিস্থিতিতে পড়েছিলাম আমরা, তাতে ড্র ধরে রাখাটাই আমাদের জন্য সেরা বিকল্প ছিল।’
পুরো ম্যাচে ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি দলটি। সেটা বসুন্ধরার স্প্যানিশ কোচের ভাবনায় আছে। তবে কোচ ব্রুজনের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে দলের রক্ষণাত্মক স্থিতি। পুরো বললেন, ‘আমাদের ফিনিশিং আজ যুতসই ছিল না। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট করেছি। যদি ম্যাচের শুরুর দিকে পাওয়া সুযোগগুলোকে কাজে লাগাতে পারতাম, তাহলে হয়তো ভিন্ন দৃশ্যই দেখা যেত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমরা দুই ম্যাচে গোল হজম করিনি, আর এটা বেশ ভালো একটা ইঙ্গিত।’
বিজ্ঞাপন
তিনি আরও যোগ করেন, ‘ব্যাঙ্গালুরুর সুযোগগুলো এসেছে সেটপিস থেকে, ওপেন প্লে থেকে নয়। আর তাই আমি মনে করি, আমাদের পারফর্ম্যান্স নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। বিশেষ করে সেই একটা বিষয় (রক্ষণ) নিয়ে।’
এনইউ/এটি