জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলের চূড়ান্ত পর্বের খেলা ১ সেপ্টেম্বর রাজশাহীতে শুরু হবে। শিরোপার জন্য লড়বে আট দল। বাছাই পর্বের সাত অঞ্চলের সাত চ্যাম্পিয়ন দল এবং সেরা রানার্স আপ দল কক্সবাজার চূড়ান্ত পর্বে খেলবে। দু’টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দলগুলো। ৭ সেপ্টেম্বর দু’টি সেমিফাইনাল এবং ৯ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

করোনা সংক্রমণ এখন অনেকটা কমলেও বর্তমান সময়ে শিশুদের ঝুঁকি বাড়ছে। রাজশাহী জেলায় এই সময়ে আটটি নারী দল নিয়ে টুর্নামেন্ট করাটা কিছুটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ রাজশাহী ফুটবল এসোসিয়েশনের উপর ভরসা রাখলেন,‘তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। মেয়েদের স্বাস্থ্যসম্মতভাবেই থাকার ব্যবস্থা হবে এবং স্বাস্থ্য বিধি অনুসরণ করেই খেলা হবে।’

আজ শনিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনের শুরুতে বাফুফের প্রয়াত হেড অফ মিডিয়া আহসান আহমেদ অমিতকে স্মরণ করা হয়। তার জন্য এক মিনিট নীরবতা পালন হয়। বাফুফের মহিলা উইংয়ের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চু ও নারী ফুটবলের সঙ্গে সম্পৃক্ত থাকা অমিতের স্মরণে কোনো ট্রফি বা স্মারক নামকরণের ব্যাপারে বর্তমান কমিটির চেয়ারম্যান কিরণ বলেন, ‘এটা অবশ্যই একটা ভালো প্রস্তাবনা। আমাদের এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক জাপান ফুটবল এসোসিয়েশন। ট্রফিতে নামকরণে তাদের অনুমতি প্রয়োজন হবে। আমরা আলোচনা করব। ভবিষ্যতে প্রয়াতদের নামে কিছু করার জন্য বাফুফের নির্বাহী কমিটির অনুমোদন লাগবে। আমরা সেখানেও আলোচনা করব।’

চূড়ান্ত পর্বে অংশ নিতে যাওয়া দলগুলো হলো-সাত অঞ্চলের চ্যাম্পিয়ন দল ময়মনসিংহ, পঞ্চগড়, ব্রাহ্মনবাড়িয়া, রাজশাহী, মাগুরা, খুলনা ও ফরিদপুর এবং একটি রানার্সআপ দল কক্সবাজার। টুর্নামেন্টে কো-স্পন্সর করছে ওয়ালটন। চ্যাম্পিয়ন দল ৫০ হাজার, রানার্সআপ দল ২৫ হাজার ছাড়াও ভেন্যু রাজশাহী ৩০ হাজার এবং প্রত্যেকটি দল অংশগ্রহন ফি বাবদ ২৫ হাজার টাকা করে পাবে।

শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, বাফুফে নির্বাহী সদস্য আমের খান, মহিলা ফুটবল কমিটির সদস্য নাসরিন আক্তার বেবী ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

এজেড/এটি