ক্রিশ্চিয়ানো রোনালদোকে পুরো বিশ্ব প্রথম চিনেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কল্যাণে। তখনকার রেড ডেভিল বস স্যার অ্যালেক্স ফার্গুসন ঠিকই বুঝতে পেরেছিলেন ১৯ বছর বয়সী এই কিশোর একসময় শাসন করবেন ফুটবল বিশ্ব। রোনালদোও দিয়েছিলেন আস্থার প্রতিদান। রেড ডেভিলদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপের সঙ্গে এফএ কাপও। লাখো-কোটি ভক্তের স্বপ্ন পূরণ করে অবশেষে পুরোনো ডেরায় ফিরলেন সি-আর সেভেন।

ম্যানইউ শিবিরে রোনালদোর এই প্রত্যাবর্তনে সবাই খুশি হলেও বিপত্তি বেধেছে তার ৭ নম্বর জার্সি নিয়ে। ফুটবল ছন্দে বিশ্বকে মুগ্ধ করে নিজের নামের পাশাপাশি নিজের ৭ নম্বর জার্সিকেও একটি ব্র্যান্ডে পরিণত করেছেন সময়ের অন্যতম সেরা এই তারকা। তার নাম ও জার্সি নম্বরকে একত্রে ভক্তরা বলে থাকেন সিআর সেভেন। ম্যানইউ ছাড়ার পর রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসেও তাকে দেওয়া হয়েছিল তার প্রিয় ৭ নম্বর জার্সি। কিন্তু এবার রোনালদোকে হারাতে হতে পারে তার প্রিয় এই জার্সি।

ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের অন্যতম সেরা নম্বর ৭ এই রোনালদোই। তবুও কেন অনিশ্চিত তার এই জার্সি পাওয়া? কারণটা এডিনসন কাভানি। উরুয়ের এই স্ট্রাইকারের দখলে ম্যানচেস্টার ইউনাইটেডের ৭ নম্বর জার্সি। তারকা খ্যাতি ও পারফরম্যান্সে রোনালদোর ধারে কাছে না থাকলেও কাভানি সম্মত নাও হতে পারেন এই ৭ নম্বর জার্সি হারাতে। 

এই বিপত্তির সহজ সমাধান হতে পারে কাভানি শেষমেষ ম্যানইউ ছাড়ার সিদ্ধান্ত নিলে। ক্লাবটিতে বর্তমানে তার ভবিষ্যত অনেকটাই অনিশ্চিত। আসন্ন আন্তর্জাতিক খেলাগুলোতে উরুগুয়ের হয়ে মাঠে নামতে চান পিএসজির সাবেক এই স্ট্রাইকার। সেক্ষেত্রে যুক্তরাজ্য সরকারের কঠোর কোয়ারেন্টাইন আইনের কারণে মৌসুমের গুরুত্বপূর্ণ খেলাগুলোতে কাভানিকে পাবে না ম্যানইউ। ধারণা করা হচ্ছে একারণেই রোনালদোর দিকে ঝুঁকেছে ইংলিশ জায়ান্টরা। 

রোনালদো তার দীর্ঘ ক্যারিয়ারে ৭ নম্বর ছাড়া পরেছেন ৯ নম্বর ও ২৮ নম্বর জার্সি যে দুটি বর্তমানে এ্যান্থনি মার্শিয়াল ও ফাকুন্ডো পেলেস্ত্রির দখলে। যদিও রোনালদো হয়ত সহজে অন্য কোন জার্সি নিতে চাইবেন না। তবে কোনোভাবেই ৭ নম্বর জার্সি না পেলে তাকে নিতে হবে ১২, ১৫, ২৪, ৩০, ৩১, ৩৩ অথবা ৩৫ নম্বর জার্সি।

এর আগে গতকাল শুক্রবার ম্যানচেস্টার ইউনাইটেড এক অফিসিয়াল বিবৃতিতে রোনালদোকে দলে নেওয়া নিশ্চিত করে। মাত্র ১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানইউ শিবিরে ফিরলেন একসময়ের এই ওয়ান্ডার বয়। ম্যানচেস্টার ইউনাইটেডের ৭ নম্বর জার্সিতে এর আগে মাঠ মাতিয়েছেন ম্যানইউ খেলোয়াড় ডেনিস ল, জর্জ বেস্ট, এরিক ক্যান্টনা ও ডেভিড বেকহামের মতো কিংবদন্তি।

এআইএ/এটি