আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচটি স্থগিত হয়ে গেছে মাত্র পাঁচ মিনিট খেলা হওয়ার পর। এ নিয়ে এখন আলোচনা পুরো ফুটবল বিশ্বে। আর্জেন্টিনার ফুটবলাররা ব্রাজিলে তিনদিন কাটিয়েছেন। ম্যাচের এক ঘণ্টা আগে ঘোষণা করা হয়েছে একাদশও। কিন্তু তখন কোনো বাধা আসেনি।

ম্যাচ শুরুর পর মাঠে ঢুকে পড়েন ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা। তারা জানান, ইংল্যান্ড থেকে আসা আর্জেন্টিনার চার ফুটবলারকে ছাড়াই খেলতে হবে তাদের। পরে দফায় দফায় আলোচনার পর ম্যাচ স্থগিতের ঘোষণা আসে।

এরপর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। ব্রাজিলের এমন কাণ্ডে রীতিমতো ক্ষুব্ধ তিনি। ম্যাচের আগে চার ফুটবলারের না খেলতে পারার ব্যাপারে কিছুই জানানো হয়নি বলে দাবি তার। স্ক্যালোনি বলছেন, ম্যাচ খেলতে চেয়েছিলেন ব্রাজিলের ফুটবলাররাও। 

তিনি বলেন, ‘এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি কোনো অভিযুক্তকে খুঁজছি না। যদি কিছু ঘটে অথবা না ঘটে, এটা উপযুক্ত সময় না হস্তক্ষেপের জন্য। আমাদের কখনোই জানানো হয়নি যে তারা ম্যাচ খেলতে পারবে না। আমরা ম্যাচ খেলতে চেয়েছিলাম, ব্রাজিলিয়ান ফুটবলাররাও।’

নিজেদের খেলোয়াড়দের অন্য কেউ এসে তুলে নেওয়াটা মানবেন না জানিয়ে স্ক্যালোনি বলেছেন, ‘আমার খেলোয়াড়দের আমাকে রক্ষা করতে হবে। যদি কেউ আসে আর আমার খেলোয়াড়দের নিয়ে যেতে চায়। তাদের কোনো সুযোগই নেই।’

ব্রাজিলের এমন কাণ্ড পছন্দ হয়নি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিরও। বিষয়টিকে বিব্রতকর আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘এই ঘটনা খুব বিব্রতকর। আমরা ব্রাজিলে তিন দিন ধরে আছি। তখন কিছুই হয়নি।’

এমএইচ