আই লিগে জামাল ভূঁইয়ার কলকাতা মোহামেডানের তৃতীয় ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দীতাপূর্ণ। কল্যাণী স্টেডিয়ামে মনীপুরের দল তিদিম রোড অ্যাথলেটিক ইউনিয়নের বিপক্ষে মোহমেডান ২-২ গোলে ড্র করেছে। দুই গোলে পিছিয়ে পড়ে দুই গোল পরিশোধ করে মোহামেডান। 

তিন ম্যাচ শেষে পাঁচ পয়েন্ট নিয়ে কলকাতা মোহামেডান যুগ্মভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। চার্চিল ব্রাদার্স সমান সংখ্যক ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে। 

ম্যাচের দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়ে কলকাতা মোহামেডান। ত্রিদিমের সংঘবদ্ধ আক্রমণ প্রথম প্রচেষ্টায় মোহামেডান গোলরক্ষক সরদার প্রতিহত করলেও ফরোয়ার্ড কমরনের ফিরতি শট ঠেকাতে পারেননি। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছে কলকাতার ঐতিহ্যবাহী দলটি। 

প্রথমার্ধে সাদা কালোরা অনেকটা ছন্নছাড়াই ছিল। বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া কয়েকটি সুন্দর পাস দিলেও ফরোয়ার্ডরা সেগুলো কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধের ইনজুরি সময়ে কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন হেল্ডার রেবার্তো। হেল্ডার বক্সের মধ্যে আনমার্কড ছিলেন। হেল্ডারের হেড গোলরক্ষক সরদারের নাগালের অনেক বাইরে ছিল।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কলকাতা মোহামেডান। ৫৮ ও ৬৮ মিনিটের মধ্যে দুই গোল পরিশোধ করে কলকাতা। ৫৮ মিনিটে সরকারের করা কর্নার থেকে জটলার মধ্যে নিখিল কদম বল জালে জড়ালে খেলায় ফেরে কলকাতা মোহামেডান। নিখিলের গোলের পর ত্রিদিমকে চেপে ধরে জামাল ভূঁইয়ার দল। 

দশ মিনিট পর বক্সের একটু সামনে ফ্রি কিক পায় মোহামেডান। জামাল ভূইয়া ফ্রি কিক থেকে আলতো করে পাস দেন সরকারকে। বক্সের মধ্যে চীপ করেন তিনি। হীরা মন্ডল হেড করে ম্যাচে সমতা আনেন। গোলদাতা হীরা কিছুটা এগিয়ে ছিলেন বলে অফ সাইডের জন্য প্রতিবাদ করেন প্রতিপক্ষেল ফুটবলাররা। 

যদিও রেফারি গোলের সিদ্ধান্তে অটল থাকেন। বাংলাদেশের অধিনায়ক জামাল তিনটি ম্যাচই প্রথম একাদশে ছিলেন। ম্যাচের বাকি সময় দুই দলই গোলের চেষ্টা করেছে। ম্যাচের অন্তিম মুহূর্ত কলকাতা মোহামেডানকে বাচিয়ে দিয়েছে ক্রসবার। প্রতিপক্ষের দূরপাল্লার শটে গোলরক্ষক সরদার পরাস্ত হলেও মোহামডোনের প্রাচীর হয়ে দাঁড়ায় ক্রসবার।
  
উল্লেখ্য, কলকাতা মোহামেডান লিগের প্রথম ম্যাচে দিল্লির সুদেভা এফসিকে হারিয়েছিল ১-০ গোলে। দ্বিতীয় ম্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল। 

এজেড/এমএইচ