ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম শিরোপা প্রত্যাশী দল ঢাকা আবাহনী। দুই রাউন্ড শেষে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলেই যাচ্ছে ম্যারিও ল্যামোসের শিষ্যরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা আবাহনী ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারায়। টানা দুই জয়ে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস ছয় পয়েন্টে নিয়ে টেবিলে যৌথভাবে শীর্ষে রয়েছে।

ম্যাচের ৪০ মিনিটে দুই গোল। এতেই জয় নির্ধারণ হয়ে যায় ঢাকা আবাহনী লিমিটেডের। বসুন্ধরার দিনে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে আকাশী হলুদরাও। প্রথমেই গোল করে এগিয়ে থাকার মিশন নিয়ে মাঠে নামে আকাশি হলুদ শিবির। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে তারা। আবাহনীর আক্রমণ প্রতিহত করতে ব্যস্ত দেখা যায় গোপীবাগের দলটিকে। 

ম্যাচের ৩১ মিনিটে গোলের দেখা পেয়ে যায় আবাহনী। বক্সের ভেতরে ব্রাদার্সের নাইজেরিয়ান ডিফেন্ডার মান্ডে ওসেগি অবৈধভাবে বাধা দেন বল নিয়ে এগিয়ে যাওয়া রুবেল মিয়াকে। পেনাল্টির বাঁশি দেন রেফারি ভুবন মোহন তরফদার। পেনাল্টি থেকে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকো তোরেস। 

মিনিট নয়েক পরেই ব্যবধান দ্বিগুন করে আবাহনী। বক্সের ভেতরে রুবেল মিয়া স্কয়ার পাস দেন। তোরেস ডামি করে ছেড়ে দিলে বল পেয়ে ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করেন হাইতিয়ান ফরোয়ার্ড বেলফোর্ট কারভেন্স। শেষে এই ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে মারিও লেমোসের দল।

বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাত্র একটি ম্যাচ। শেখ রাসেল ক্রীড়া চক্র বিকেল চারটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে রহমতগঞ্জের। 

এজেড/এমএইচ