লিওনেল মেসি, নেইমার জুনিয়ার ও কিলিয়ান এমবাপে। বর্তমান সময়ের তিন আলোচিত ফুটবলার খেলছেন একই দলের হয়ে। ওই দল দাপট দেখাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ক্লাব বুর্গার বিপক্ষে এই ত্রয়ীর প্রথম ম্যাচেই ড্র করে বসেছে প্যারিস সেইন্ট জার্মেই। 

প্রতিপক্ষের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের এ গ্রুপের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে তারা। ম্যাচটি শেষে পিএসজি কোচ পচেত্তিনো বলেছেন, মেসি-নেইমার ও এমবাপের মধ্যে বোঝাপড়ার জন্য আরও সময় দরকার। সময় পেলেই দল ভালোভাবে সাজানো সম্ভব বলে মনে করেন পচেত্তিনো। 

তিনি বলেছেন, ‘কাজ করার জন্য আমাদের আরও সময় দেওয়া দরকার। তারা তিনজনের একে-অপরকে বুঝে উঠে ভালো খেলতেও সময় লাগবে। এটা পরিষ্কার আর গেল কয়েকদিনে এটা ব্যাখ্যা করেছি। আমাদের একটা দল সাজাতে হবে।’

সবাইকে শান্ত থাকার কথা জানিয়ে পচেত্তিনো বলেন, ‘আরও অধ্যাবসয় ও দৃঢ়তা দরকার। আজকের দিনটা আমাদের জন্য ভালো ছিল না। কিন্তু আমাদের শান্ত থাকবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাজ করে যেতে হবে। সময়, এটা খুব প্রয়োজনীয়। আমরা আরও ভালো খেলার চেষ্টা করব, আরও ভালো কিছু করারও।’

ম্যাচের ৫০ মিনিটের সময় তুলে নেওয়া হয় এমবাপেকে। এই ফুটবলারকে নিয়ে আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘তার দুই পায়ের গোড়ালিতেই সমস্যা আছে। আমরা আগামীকাল দেখবো তাকে নিয়ে কোনো ভালো খবর দেওয়া যায় কি না।’

এমএইচ