স্প্যানিশ গণমাধ্যমে অনেকদিন ধরেই গুঞ্জনটা চলছে। রোনাল্ড কোম্যান নাকি আর বেশিদিন বার্সেলোনার দায়িত্বে থাকছেন না। কেউ কেউ তো বলেছেন লা লিগায় গ্রানাডা ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে তার ভবিষ্যৎ। সেটিই যদি হয়, তাহলে নিশ্চয়ই কোম্যান দুশ্চিন্তায় পড়ে গেছেন।

ন্যু ক্যাম্পে লা লিগায় সোমবার রাতের ম্যাচে গ্রানাডার বিপক্ষে কোনোরকমে ড্র করেছে বার্সা। ম্যাচের একেবারেই গোল হজম করে ফেলেছিল তারা। ওই গোল শোধ করতে অপেক্ষা করতে হয়েছে একেবারে ম্যাচের শেষ মিনিট অবধি। শেষ পর্যন্তত ঘরের মাঠে ১-১ গোলের ড্রতেই সন্তুষ্ট থাকতে হয়েছে জেরার্ড পিকেদের। 

অবশ্য চোট জর্জর বার্সার প্রমাণ মিলেছিল একাদশেই। বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ৩-০ গোলে হারের ম্যাচের একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নামে তারা। তবুও ম্যাচের ৭৭ শতাংশ সময় নিজেদের পায়ে বল রাখে বার্সা। 

ম্যাচের দ্বিতীয় মিনিটেই স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে দেয় গ্রানাডা। প্রতিপক্ষের কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি বার্সেলোনার ডিফেন্ডাররা। বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে দূরের পোস্টে হেডে ফাঁকা জালে বল পাঠান দুয়ার্তে। তাতে শুরুতে এগিয়ে যায় সফরকারীরা।

এরপর একের পর এক আক্রমণ চালাতে থাকে বার্সেলোনা। কিন্তু কখনো ক্রসবার, কখনো দলটির ফরোয়ার্ডদের ব্যর্থতায় সমতায় ফেরা হয়নি তাদের। ‍একেবারে শেষ মিনিটে এসে অবশেষে জাল খুঁজে পায় কোম্যান শিষ্যরা। গাভির ক্রসে কাছ থেকে হেডে গোল করেন উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরোহো।

এখন পর্যন্ত লা লিগায় চার ম্যাচ খেলে দুইটি জয় ও ড্র পেয়েছে বার্সেলোনা। সাত পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। ৩ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে গ্রানাডা। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। 

এমএইচ