চাকরি থাকবে কি না, এ নিয়ে কথাই বলবেন না বার্সা কোচ
বলা হচ্ছিলো তার ‘চাকরি বাঁচানোর ম্যাচ’। কিন্তু সেখানেই ড্র করে বসেছে বার্সেলোনা। তাতে দলটির কোচ রোনাল্ড কোম্যানের চাকরি থাকছে কি না, প্রশ্ন উঠছে এমন। তবে ম্যাচশেষে তিনি এই বিষয়ে আর কথা বলতে চান না বলেই জানালেন।
সোমবার রাতে গ্রানাডার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। তাও আবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে। ম্যাচশেষে ক্লাবের দায়িত্বে আর থাকতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে কোম্যান বলেন, ‘আমি এই বিষয়টি নিয়ে আর কথা বলতে চাই না।’
বিজ্ঞাপন
এখনকার বার্সেলোনা আর আগের বার্সেলোনা এক নয় মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আজকের বার্সা আর আট বছর আগের বার্সা এক না। আমরা বার্সেলোনার মতোই খেলেছি কিন্তু আমাদের গতি ছিল না গোল করার, কৌতিনিও ভেতরে ঢুকতে পারছিল না। দেমিরও গভীরে যেতে পারেনি। আনসু ও দেম্বেলে আসলে এটা আলাদা হবে, আমাদের গতি আরও বাড়বে। কিন্তু আমাদের বিকল্পের দিকে তাকাতে হবে।’
তিনি আরও বলেন, ‘ম্যাচের আগে আপনি জয়ের ব্যাপারে চিন্তা করবেন, বিশেষত ঘরের মাঠে। কিন্তু আমাদের খারাপ শুরুর পর সবকিছু কঠিন হয়ে গেছে। আমরা শক্তভাবে ফিরে আসতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা।
বিজ্ঞাপন
ম্যাচটি জিততে পারতেন বলেও বিশ্বাস করেন কোম্যান, ‘আমার মনে হয় আমরা ভালো খেলেছি, জিততেও পারতামও। প্রথমার্ধে আমরা ৪-৩-৩ কৌশলে খেলেছি। এরপর বেঞ্চের ওপর নির্ভর করে আমাদের কৌশল বদলাতে হয়েছে।’
এমএইচ