বার্সেলোনা ছেড়ে চলে গেছেন লিওনেল মেসি। ভেঙে গেছে ক্লাবটির সঙ্গে তার ২১ বছরের সম্পর্ক। তবে এখনো যেন তার মোহ ভেঙে বের হতে পারছে না কাতালান ক্লাবটি। ঠিক পথটাও খুঁজে পাচ্ছে না রোনাল্ড কোম্যানের দল।

লা লিগায় বার্সেলোনার প্রথম ৪ ম্যাচ থেকে মাত্র ৮ পয়েন্ট পেয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের শুরুটাও করেছে হেরে। এতে সংশয়ে পড়েছে কোচ কোম্যানের চাকরি। তবে তিনি সেসবে মাথা ঘামাচ্ছেন না। ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন, মেসির অভাবটা ভালোভাবেই টের পাচ্ছে তার দল। 

তিনি বলেন, ‘লিওনেল মেসির সবকিছু অস্পষ্ট। সে খুব ভালো ছিল আর জিতেছে। অবশ্যই তার পাশে ভালো ফুটবলাররা ছিল, কিন্তু সে পার্থক্য গড়ে দিত। সবাই তার কারণে যতটুকু ভালো, তার চেয়েও ভালো হয়ে যেত। এটা সমালোচনা না আমার পর্যবেক্ষণ।’ 

তার অধীনে খেলেছেন মেসি। খুব বেশি সাফল্য অবশ্য পাননি। তবুও নিজের চাকরি সংশয়ের মুখেও প্রশংসায় পঞ্চমুখ হলেন কোম্যান। জানালেন, অনুশীলনেও কতটা সিরিয়াস থাকতেন এই আর্জেন্টাইন। বলেছেন, তিনি যা করতেন তা স্বাভাবিক না।  

কোম্যান বলেন, ‘আমি জানি সে কতটা ভালো। কিন্তু প্রতিদিন এটা কাছ থেকে দেখাটা দারুণ ছিল। একজন ফুটবল খেলোয়াড়কে যা শেখাতে চান, পরিস্থিতি বুঝতে পারা, চাপের মধ্যে বল নেওয়া, বলের গতিনিয়ন্ত্রণ, গোল করা, মেসির ক্ষেত্রে সবকিছুই দশে দশ, এটা স্বাভাবিক না, একদমই স্বাভাবিক না!’
 
তিনি আরও বলেন, ‘আমরা যখন অনুশীলনে ফিনিশিং নিয়ে কাজ করতাম। কয়েকজন সহজভাবে শুরু করত, একটু মজা করত। কিন্তু মেসির ক্ষেত্রে সব সময়ই ছিল: বুম, বুম, বুম, বুম। কোনো নিজেকে দেখানোর চেষ্টা করতে না, যা করছে সবই কাজের এবং সবকিছুতেই জেতার চেষ্টা করত।’

এমএইচ