বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গত তিন বছর পদচারণা স্পেনিশ কোচ অস্কার ব্রুজনের। আজকের (বৃহস্পতিবার) দিনটি একেবারে ভিন্ন। এতদিন এসেছিলেন এই ভেন্যুতে ম্যাচ খেলতে, আজ আসলেন জাতীয় দলকে অনুশীলন করাতে। বিকেল চারটা থেকে জামাল ভুঁইয়াদের অনুশীলন শুরু হয়। চলে প্রায় ঘন্টা দুয়েক। সময় খুবই কম। এক সপ্তাহ পরেই সাফ চ্যাম্পিয়নশিপ। তাই সরাসরি বল নিয়ে কাজ করেছেন অস্কার।
 
প্রথম দিন অনুশীলন শেষে অস্কারের প্রতিক্রিয়া, ‘বেশ ভালো সময়ই কেটেছে। আমরা সরাসরি গেম ফরমেশন নিয়ে কাজ করছি।’ অস্কার এতদিন ছিলেন ক্লাব কোচ। এখন জাতীয় দলের কোচ। দুই জায়গার ভূমিকার পার্থক্য সম্পর্কে তিনি বলেন, ‘অবশ্যই অনেক পার্থক্য রয়েছে। আমার কাছে এটি নতুন পরিবেশের মতো। দীর্ঘ ১৩ মাসের মৌসুম শেষ করে এখন নতুন দায়িত্ব।’ 

বসুন্ধরা কিংস ও আবাহনীর ফুটবলাররা সর্বশেষ ম্যাচ খেলেছে ২০ সেপ্টেম্বর। আবাহনী ও কিংসের বাইরের ফুটবলারদের ফিটনেস সম্পর্কে অস্কার বলেন, ‘বাহ্যিকভাবে আমার চোখে সবার ফিটনেস প্রায় একই পর্যায়ের মনে হয়েছে। আমরা ফিটনেসের বিষয়টি পরিমাপ করেছি। আগামীকাল (শুক্রবার) প্যারামিটার দেখে বলা যেতে পারে।’ 

সময় স্বল্পতার জন্য সাফের আগে অনুশীলন ম্যাচ খেলা সম্ভব না। খেলতে না পারলেও সমস্যা দেখছেন না অস্কার, ‘খেলোয়াড়রা ম্যাচের মধ্যেই ছিল। অনুশীলন ম্যাচ খেলতে পারলে ভালো হতো তবে সময় নেই। অনুীশলন ম্যাচের জন্য কোনো সমস্যা হবে না।’ 

জাতীয় দল ঘোষণার ছয় ঘন্টা পর আবাহনীর ডিফেন্সিভ মিডফিল্ডার হৃদয়কে ডাকা হয়েছে। এ নিয়ে ফুটবলাঙ্গনে প্রচুর কানাঘুষা। এই প্রসঙ্গে অস্কার বলেছেন, ‘হৃদয় বসুন্ধরার সঙ্গে শেষ ম্যাচে দারুণ খেলেছে। এছাড়াও গত কয়েকটি ম্যাচে ভালো করেছে। ভবিষ্যতকে সামনে রেখে তাকে ডাকা হয়েছে।’ তবে জাতীয় দল বিশেষ করে আসন্ন সাফ তো আর ভবিষ্যত গড়ার মঞ্চ নয়।

দুই ঘন্টা অনুশীলনের পর মিডিয়ার সামনে আসলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। স্বাভাবিকভাবেই প্রথম প্রশ্ন নতুন কোচের অধীনে প্রথম সেশন কেমন গেল? জাতীয় দলের অধিনায়ক বেশ সহজেই উত্তর দিলেন, ‘ভালোই কেটেছে। সে তার পরিকল্পনা ও পদ্ধতির কথা বলেছে। আমাদের সবাইকে সে চেনে। তিন বছর ধরে আমরাও তাকে চিনি।’ 

টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র দুই সপ্তাহ আগে জেমির বিদায় খেলোয়াড়দের মানসিকতায় কোনো প্রভাব পড়েছে কিনা এই প্রসঙ্গে জামাল সেভাবে কিছু বলেননি। অস্কার ব্রুজন গতকাল সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে বলেছেন যে তিনি ৪-৩-৩ ফরমেশনে খেলাতে চান এবং গোল বাঁচানো নয়, আক্রমণ করেই খেলবে তার দল। ফরমেশন প্রসঙ্গে অবশ্য জামাল বলেন, ‘এটা আমি বলব না।’ 

এজেড/টিআইএস