টানা দুই ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেইঁর স্কোয়াডে নেই লিওনেল মেসি। গোল পাননি দলের আরেক বড় তারকা নেইমারও। আগের ম্যাচে তারা জিতেছিল আশরাফ হাকিমির জোড়া গোলে। মন্টপেলিয়ারের বিপক্ষে ম্যাচে অবশ্য দাপট দেখাতে পারেনি তারকায় ভরা পিএসজি। কিন্তু জয় তুলে নিয়েছে মাওরোসিও পচেত্তিনোর দল। ফ্রেঞ্চ লিগে এটি তাদের টানা অষ্টম জয়।

শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে ঘরের মাঠে ২-০ গোলে জেতে পিএসজি। দলটির হয়ে প্রথম গোল আসে ইদ্রিসা গেয়ির পা থেকে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ইউলিয়ান ড্রাক্সলার ব্যবধান দ্বিগুণ করেন।

ম্যাচের শুরু থেকেই মন্টপেলিয়ারকে চেপে ধরে পিএসজি। ১৪তম মিনিটে গোলের দেখাও পেয়ে যায় তারা। আনহেল ডি মারিয়ার কাছ থেকে বল পান গেয়ি। বুলেট গতির শটে জাল খুঁজে নেন তিনি। ঝাঁপিয়ে পড়েও ওই বল আটকাতে পারেননি প্রতিপক্ষ গোলরক্ষক। 

প্রথমার্ধের যোগ করা সময়ে নেইমারের দূরপাল্লার শট ঝাঁপিয়ে আটকে দেন মন্টিপেলিয়ারের গোলরক্ষক। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধেও আক্রমণের চাপ ধরে রাখে তারা। 

একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে রাখে সফরকারীদের রক্ষণভাগ। ম্যাচের ৮৮তম মিনিটে ডি মারিয়ার বদলি হিসেবে মাঠে নামেন ড্রাক্সলার। কয়েক সেকন্ড পর তাকে খুঁজে নেন নেইমার। এরপর জার্মান মিডফিল্ডারের শট প্রতিপক্ষ গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়। 

ফ্রেঞ্চ লিগ ওয়ানে ৮ ম্যাচের সবগুলোতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইর ৬ ম্যাচে ১৪ পয়েন্ট।

এমএইচ