সকালেই সুখবর, বিকেলে অনুশীলন
মালদ্বীপের মালে সময় সকাল ৯টায় ছিল বাংলাদেশ দলের নাশতার সূচি। কোচ অস্কার ব্রুজন যখন জামাল-সোহেলদের সঙ্গে নাশতা করছিলেন তখনই এলো সুখবর , বাংলাদেশ দলের সবাই করোনা পরীক্ষায় নেগেটিভ।
গতকাল মঙ্গলবার টিম হোটেলে পৌঁছানোর পরপরই করোনা পরীক্ষা করানো হয়েছে বাংলাদেশ কন্টিনজেন্টের। বারো ঘণ্টার মধ্যেই করোনা পরীক্ষার ফলাফল এসেছে। নেগেটিভ ফলাফল আসায় আজ বিকেলেই অনুশীলনে নামবে বাংলাদেশ দল। স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় হেনভিউরু প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করাবেন অস্কার।
বিজ্ঞাপন
চলমান করোনা মহামারির সময় খেলার পারফরম্যান্সের চেয়ে করোনা পরীক্ষার ফলাফল বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এক সপ্তাহ আগেই বাংলাদেশের নারী আরচ্যার দিয়া সিদ্দিকী দেশ থেকে করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপ খেলতে। সেখানে গিয়ে সবার করোনা পরীক্ষায় নেগেটিভ আসলেও তার পজিটিভ আসায় আর টুর্নামেন্ট খেলা হয়নি।
আজ (বুধবার) সকালে খানিকটা বিশ্রামে কাটাবেন জামালরা। ফুটবল দলে সবার রিপোর্ট নেগেটিভ আসায় কোচ এখন কিছুটা নির্ভার হয়ে মাঠের কৌশলে মনোযোগ দেবেন। বাংলাদেশ ও স্বাগতিক মালদ্বীপ একই হোটেলে। ভারত রয়েছে অন্য হোটেলে। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য সফরকারী সকল দলই এখন মালে। সব দলই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকবে।
বিজ্ঞাপন
এজেড/এমএইচ/এটি