প্রতি বছরই ফুটবলপ্রেমীদের বাড়তি আকর্ষণে থাকে ব্যালন ডি অর। কে জিতবেন এবার এই পুরস্কার? জোরেশোরে শোনা যাচ্ছে লিওনেল মেসি ও জর্জিনিওর নাম। কেউ কেউ অবশ্য বলছেন রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স তারকা করিম বেনজেমার নামও। এ নিয়ে তার ভাবনা কী?

ফ্রান্সের পত্রিকা লে ইকুপকে দেওয়া সাক্ষাৎকারে বেনজেমা বলছেন, ‘আমরা যখন স্বপ্নবাজ হবো, তখন ব্যালন ডি অর নিয়ে ভাবতেই হবে। কিন্তু এটা এমন ঘোর হলে হবে না যেটা আপনাকে নিজের জন্য গোল করতে ও আলাদা করে নিজেকে উজ্জ্বল করতে বাধ্য করে। আমাদের এটা জিততে হবে, আমি যা তার জন্য। আমরা মাঠে যেটা দিতে চাই, সেটার জন্য।’

চলতি মৌসুমে এমবাপেকে দলে ভেড়ানোর চেষ্টা করেও পারেনি রিয়াল মাদ্রিদ। অনেকদিন ধরে চেষ্টা চালালেও এবার পিএসজিকে মোটা অঙ্কের অর্থের প্রস্তাব করেছিল তারা। তবে প্যারিসের ক্লাবটি ওই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। 

জাতীয় দলের সতীর্থ এমবাপে একদিন রিয়ালে খেলবেন বলেই বিশ্বাস বেনজেমার, ‘এমবাপে নিজেই এটা বলেছে (রিয়ালে খেলতে চায়)। সে ভিন্ন কিছু দেখতে চায়। একদিন এমবাপে রিয়াল মাদ্রিদের হয়ে খেলবে। আমি জানি না কখন, তবে সে আসবে। এটা কেবল সময়ের ব্যাপার মাত্র।’ 

রিয়ালও একদিন ভালো করবে বলে বিশ্বাস দলটির সবচেয়ে বড় তারকার, ‘রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব। পুনর্গঠন প্রক্রিয়া হোক অথবা না। এটা নতুন ফুটবল, নতুন প্রজন্ম, নতুন খেলোয়াড়। আমাদের তরুণ ফুটবলারদের প্রতি বিনোয়োগ করতে হবে যাতে তারা একদিন বড় ফুটবলার হতে পারে। আমি তাদের সাহায্য করার জন্য আছি। তাদের সঙ্গে অনেক কথা বলি, তাদের উন্নতি চাই।’

এমএইচ/এটি