ফিফা ২২ নিয়ে উত্তাল ফুটবল বিশ্ব!
ভিডিও গেমস ফিফার জনপ্রিয়তা যেন বেড়েই চলছে দিনের সঙ্গে। সদ্যই মুক্তি পাওয়া ফিফা ২২ কে কেন্দ্র করে ভক্তদের মতো খেলোয়াড়দের মাঝেও শেষ নেই আগ্রহের। প্রতি বছরই তুমুল জনপ্রিয় এই ভিডিও গেমস মুক্তি পাওয়ার পর অনেক খেলোয়াড়ই অসন্তোষ প্রকাশ করে থাকেন তাদের রেটিং নিয়ে। এমনকি অধিকাংশ পেশাদার ফুটবলারের প্রিয় গেমস যে এই ফিফাই।
এবার ফিফা ২২ বাজারে আসার পর নিজের রেটিং দেখে বেজায় চটেছেন বরুশিয়া ডর্টমুন্ডের তারকা এর্লিং হালান্ড। ভবিষ্যতের বড় তারকা হিসেবে এমবাপের পাশাপাশি তার নামও বেশ জোরেশোরে উচ্চারিত হয় ফুটবল মহলে। অনেকে এমনটাও অনুমান করেন যে মেসি-রোনালদো দ্বৈরথ এখন প্রায় শেষের পথে। ভবিষ্যতে সেই জায়গা নেবে হালান্ড-এমবাপে দ্বৈরথ।
বিজ্ঞাপন
ফিফা ২২ এ এমবাপের রেটিং দেয়া হয়েছে ৯১। আর হালান্ডকে দেয়া হয়েছে ৮৮। নিজের ডর্টমুন্ড সতীর্থ জুড বেলিংহামের সাথে তার কথোপকথন ধরা পড়েছে ক্যামেরায়। দুই সতীর্থের সেই আলোচনার চুম্বক অংশ তুলে ধরা হল
বেলিংহাম: গেমে তোমার র্যাঙ্কিং নিয়ে কথা বলি।
হালান্ড: বল।
বেলিংহাম: খুশি?
হালান্ড: খারাপ না (হতাশার সুরে)
বেলিংহাম: আমি তোমাকে জানাতে চাই, লেভান্ডভস্কি ও এমবাপে উভয়েই ৯১। এখনো তুমি খুশি?
হালান্ড: নো কমেন্টস।(আমি কিছু বলব না)
বেলিংহাম: কোনটা আরো বেশি থাকা উচিৎ ছিল? আমার পাসটা আরেকটু বেশি দেয়া উচিৎ ছিল।
হালান্ড: আমার ক্ষেত্রে পাস ও ফিজিকাল দুটোই ৯০ দেয়া উচিৎ ছিল।
বেলিংহাম: তবে তোমার ডিফেন্স আরেকটু কমাতে হবে।
হালান্ড: আমার গড়নের জন্য আমাকে ৯৯ দেওয়া উচিৎ । তোমার কি মনে হয় না আমি এটার যোগ্য?
বেলিংহাম: অবশ্যই বন্ধু। এটা তোমার প্রাপ্য।
বিজ্ঞাপন
এআইএ/এটি