মা হারালেন সাবেক তারকা ফুটবলার সাব্বির
রুম্মান বিন ওয়ালী সাব্বির/ফাইল ছবি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফরোয়ার্ড রুম্মান বিন ওয়ালী সাব্বিরের মা সোহেলী ফেরদৌসী আর নেই। গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজ বাসভবনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।
জানা গেছে, বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার মৃত্যুতে তার সন্তান সাব্বিরের ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড শোক জানিয়ে বিবৃতি দিয়েছে।
বিজ্ঞাপন
সেখানে বলা হয়েছে, ‘মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ও দেশ বরেন্য ফুটবল খেলোয়াড় এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য জনাব সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বিরের মাতা জনাবা সোহেলী ফেরদৌসী অদ্য ০৮-১০-২০২১ তারিখ বাদ মাগরিব বার্ধক্যজনিত কারণে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহে .......... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।’
সেখানে আরও বলা হয়, ‘জনাবা সোহেলী ফেরদৌসী এর মৃত্যুতে মোহামেডান পরিবারের পরিচালনা পর্ষদ, স্থায়ী সদস্য এবং কর্মচারীবৃন্দসহ সকলেই গভীরভারে শোকাহত। আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’
বিজ্ঞাপন
এনইউ