উরুগুয়ের বিপক্ষে মেসি/টুইটার

বিশ্বকাপ বাছাইপর্ব থেকে আরও একটা জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। এবার হারিয়েছে দুইবারের বিশ্বকাপ জয়ী দল উরুগুয়েকে হারিয়েছে কোচ লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। প্রতিবেশীদের ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর দলটির অধিনায়ক লিওনেল মেসি জানালেন, দলের উন্নতি চোখে পড়ছে এবার।

উরুগুয়ের বিপক্ষে নিজেদের মাঠ এস্তাদিও মন্যুমেন্তালে দারুণ আধিপত্য নিয়ে খেলেছে আলবিসেলেস্তেরা। মেসি, রদ্রিগো ডি পল, আর লাওতারো মার্টিনেজের গোলে তুলে নিয়েছে জয়টাও। 

এমন এক জয়ের পর মেসির প্রতিক্রিয়া, ‘সত্যটা হচ্ছে, আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি। আমাদের খেলায় উন্নতি হচ্ছে, বলের দখলে, আমরা অনেক বড় সময় ধরে বল দখলে রাখছি এখন। আজকের ম্যাচটা কঠিন ছিল। প্যারাগুয়ের বিপক্ষে ড্রয়ের পর ঘরের মাঠে ম্যাচটা জিততে হতো আমাদের। সৌভাগ্যক্রমে সবকিছু বেশ নিখুঁতই হয়েছে আমাদের জন্য।’

তবে উরুগুয়ের বিপক্ষে এই জয়টা ততটা সহজ হয়নি আর্জেন্টিনার জন্য। শুরুতে ধুঁকেছে দল। তবে মেসি জানালেন, এই জয় এসেছে আর্জেন্টিনা ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামলেছে বলেই। 

বললেন, ‘আমরা জানতাম আমরা উরুগুয়ের মুখোমুখি হচ্ছি, যারা সবসময় একই কাজ করে। আপনার জন্য অপেক্ষা করে, এরপর চোখের পলকে আপনাকে বিপদে ফেলে দেয়। লুই (সুয়ারেজ) প্রায় আমাদের সুযোগ না দিয়েই একটা শট নিয়েছিল, যা গোলপোস্টে লেগেছিল, আরেকটা শট এমিলিয়ানো আটকে দিয়েছিল। সবকিছুই ঘটেছে আমরা যখন ম্যাচের দখলে ছিলাম। আমরা প্রথম গোলটা করার পরেই ফাঁকা জায়গা খুঁজে পেতে শুরু করেছিলাম। আমরা ধৈর্য ধরেছিলাম, এরপরই গোলগুলো পেয়েছিলাম।’

এই জয়ের ফলে আর্জেন্টিনা কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষ দুইয়ে অবস্থান শক্ত করে ফেলেছে। তিনে থাকা ইকুয়েডর থেকে দলটি এখন এগিয়ে আছে ছয় পয়েন্টের ব্যবধানে, ম্যাচ খেলেছে একটি কম। তবে মেসি জানালেন, আরও ভালো অবস্থানে যেতে চলতি আন্তর্জাতিক ফুটবলের বিরতির শেষ ম্যাচটাতেও জিততে হবে তার দলকে। 

মেসির ভাষ্য, ‘এটা গুরুত্বপূর্ণ, আমরা অন্য ফলাফলগুলো সম্পর্কে জানতাম। আমরা জানতাম যে এখানে যে ছয় পয়েন্টের জন্য খেলছি, তা জিততেই হতো। আমাদের প্রথম পদক্ষেপটা আমরা নিয়ে ফেলেছি, আরও একটা ম্যাচ বাকি আমাদের। এই বিরতিটা সব মিলিয়ে সাত পয়েন্ট নিয়ে কাটাতে পারলেই আমরা একটা ভালো অবস্থানে চলে যাব।’

এনইউ/এটি