বাংলাদেশের সমর্থকদের জন্য আড়াই হাজার টিকিট
মালেতে থাকা বাংলাদেশিদের সবার এখন একটাই কথা, ‘টিকিট চাই, টিকিট চাই।’ শেষ ম্যাচে নেপালের বিরুদ্ধে মাঠে গিয়ে জামাল ভূঁইয়াদের উজ্জ্বীবিত করতে চান সমর্থকরা। মালদ্বীপ ম্যাচে বাংলাদেশিদের জন্য বরাদ্দ ছিল মাত্র ২৫০টি টিকিট। নেপালের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে অবশ্য বাংলাদেশিদের জন্য টিকিট বরাদ্দ বাড়ছে। বাংলাদেশিরা গ্যালারীর আসন সংখ্যার অর্ধেক টিকিট পাবেন।
মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুসাইন জাওয়াজ বলেন , ‘আমরা নেপাল-বাংলাদেশ ম্যাচে ৫ হাজার টিকিট বিক্রি করব। এই ৫ হাজারের মধ্যে দুই দেশ সমান পঞ্চাশ ভাগ পাবে।’ ফলে বাংলাদেশ নেপাল ম্যাচে আড়াই হাজার টিকিট পাবে।
বিজ্ঞাপন
মালেতে প্রবাসী বাংলাদেশি অনেক। আড়াই হাজার টিকিট বাংলাদেশিদের জন্য অপ্রতুল। নেপালের আড়াই হাজারের কিছু অংশ অবিক্রিত থাকলে বাংলাদেশিরা কিনতে পারবেন কিনা এই প্রসঙ্গে সাধারণ সম্পাদক বলেন, ‘মালেতে অনেক নেপালীও রয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ায় তাদেরও চাহিদা আছে যথেষ্ট। টিকিট অবিক্রিত থাকলে বাংলাদেশিদের দেয়া হতে পারে। তবে এখনো এই ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ ও নেপালের দুটি আলাদা গ্যালারীতে রাখার পরিকল্পনা মালে পুলিশের।’
আজ (সোমবার) বাংলাদেশের অনেক প্রবাসী স্টেডিয়ামে গিয়েছিলেন টিকিটের প্রত্যাশায়। আগামীকাল (মঙ্গলবার) আবার টিকিট বিক্রি শুরু হবে সকাল দশটা থেকে।
বিজ্ঞাপন
স্টেডিয়ামে গ্যালারীতে আসন সংখ্যা সাত হাজারের বেশি। করোনা পরিস্থিতির জন্য সেটা কমানো হয়েছে। পাঁচ হাজারের মতো টিকিট বিক্রি করে ফেডারেশন। এক টিকিট দিয়ে একটি ম্যাচ দেখা যায়। বাংলাদেশ-নেপালের পরে অনুষ্ঠিত হবে মালদ্বীপ ও ভারত ম্যাচ। ওই ম্যাচ থেকে একটি দল ফাইনাল যাবে আর বাংলাদেশ-নেপাল থেকে একটি দল ফাইনাল খেলবে।
এজেড/টিআইএস