মালদ্বীপ আসার সময় এক ঘণ্টা ফ্লাইট দেরি করেছিল জামাল ভূঁইয়াদের। আজ (রোববার) ফেরার দিনও ফ্লাইট বিলম্বিত হয়েছে। জামালরা এখন মালদ্বীপের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের অপেক্ষায়।

মালদ্বীবিয়ান এয়ারলাইনসে স্থানীয় সময় সকাল ৮ টা ৪০ মিনিটে মালে ছাড়ার কথা। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এখনো ফ্লাইটের অপেক্ষায় বাংলাদেশ দল। এয়ারলাইনস কতৃপক্ষ কিছুটা বিলম্বের কথা জানিয়েছে। 

বাংলাদেশ দল ২৮ সেপ্টেম্বর সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে মালদ্বীপ এসেছিল। ফাইনালের লক্ষ্য নিয়ে এলেও গ্রুপ থেকে বিদায় নেয় বাংলাদেশ। দ্বীপরাষ্ট্র থেকে ২০ দিন পর দেশে ফিরছেন জামালরা। 

আজ দুপুর পৌনে একটায় বাংলাদেশ দলের ঢাকা পৌছানোর কথা। তবে ফ্লাইট কিছুটা দেরি হওয়ায় ঢাকায় জামালদের পৌঁছাতে কিছুটা বেশি সময় লাগবে। দলের প্রধান কোচ অস্কার ব্রুজন ১৫ অক্টোবর ঢাকা ফিরে গেছেন। আজ পুরো দল একসঙ্গে যাচ্ছে। 

আজ বিকেলে মালেতে সাফের কংগ্রেস অনুষ্ঠিত হবে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সাফের সভাপতি হিসেবে এখনো মালদ্বীপ রয়েছেন। দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশনগুলোর নেতৃবৃন্দরা এখন মালেতে। সাফের নির্বাচন ও আসন্ন জুনিয়র প্রতিযোগিতার ভেন্যু নির্ধারিত হওয়ার কথা এই কংগ্রেসে। 

এজেড/এমএইচ