ফুটবলারদের ২ ‘কুঅভ্যাস’ ছাড়ার নির্দেশ কোচ মারুফের
সংবাদ সম্মেলনে কোচ মারুফুল হক/বাফুফে
সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল অনেক ফাউল করেছে। কিছু ছিল প্রয়োজনে আবার কিছু একেবারে অহেতুক। এর ফলে রেফারির অনেক সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে ছিল। সাফের চেয়ে বড় মঞ্চে অনূর্ধ্ব ২৩ দলকে নিয়ে উজবেকিস্তান যাচ্ছেন দেশের অন্যতম সেরা কোচ মারুফুল হক।
তিনি আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে অযথা ফাউল, কার্ডের প্রসঙ্গে ফুটবলারদের কুঅভ্যাস ত্যাগ করার নির্দেশ দিয়েছেন বলে মন্তব্য করেছেন, ‘কিছু আছে সুঅভ্যাস কিছু কুঅভ্যাস। ওগুলো (অযথা ফাউল) কুঅভ্যাসের মধ্যেই পড়ে। ট্রেনিংয়ের শুরুতে আমি মাঠ ও মাঠের বাইরে কুঅভ্যাসগুলো ত্যাগ করার নির্দেশ দিয়েছি। এটা নিয়ে ডাইনিং ও ভিডিও প্রেজেন্টশনে বিশেষভাবে কাজ করেছি।’
বিজ্ঞাপন
মাঠ ও মাঠের বাইরে কুঅভ্যাস সম্পর্কে বিস্তারিত বলেছেন মারুফ, ‘মাঠের মধ্যে অযথা ফাউল করা যাবে না। এটা মাঠের ভেতর কুঅভ্যাসের মধ্যে অন্তর্গত। আবার মাঠের বাইরে কিছু অভ্যাস রয়েছে। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় কাটানো।’
মারুফুল হক দেশি খেলোয়াড়দের দিয়ে স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেই টুর্নামেন্টে প্রথম ম্যাচে জয়ের পর সকল খেলোয়াড়দের মোবাইল ও প্রযুক্তি থেকে বাইরে রেখেছিলেন। এর ফলও পেয়েছিলেন চ্যাম্পিয়ন হয়ে।
বিজ্ঞাপন
সাফে বাংলাদেশ দল অযথা ফাউলের জন্য অনেক ভুগেছে। এর পুনরাবৃত্তি উজবেকিস্তানে এএফসি অনুর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশীপ বাছাইয়ে হবে না বলে বিশ্বাস মারুফের, ‘এটা নিয়ে আমি খেলোয়াড়দের বিশেষভাবে বলেছি এবং কাজ করেছি। দেখা যাক মাঠে খেলোয়াড়রা কতটুকু এর বাস্তবায়ন করতে পারে।’
এজেড/এনইউ