বিশ্ব কর্পোরেট ফুটবলে বাংলাদেশের প্রতিনিধি দল পঞ্চম
মধ্যপ্রাচ্যে চলছে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। এর মধ্যেই চলছে কর্পোরেট ফুটবলের বিশ্বকাপ। তৃতীয় ফিফকো বিশ্ব কর্পোরেট ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কর্পোরেট দল ব্যানদো ডিজাইন লিমিটেড পঞ্চম হয়েছে। ব্যানদো ডিজাইন লিমিটেড লায়লা গ্রুপের প্রতিষ্ঠান। সর্বশেষ বিজিএমইএ কাপে চ্যাম্পিয়ন হওয়ায় তারা এবার বিশ্ব কর্পোরেট ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। এটাই বাংলাদেশের কোনো দলের প্রথম অংশগ্রহণ।
ব্যানদো ডিজাইন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ইরানের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ০-৬ গোলে হারে। গ্রুপ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে উঠেছিল বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলটি। মরক্কোর ইসিডব্লিউপির সঙ্গে ১-১ ও আরব আমিরাতের চালউবের সঙ্গে ২-২ গোলে ড্র করলেও কানাডার ওয়াচমোজোর সঙ্গে ৪-১ গোলে জিতে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয় ব্যানদো।
বিজ্ঞাপন
ইরান, সৌদি আরব, আয়ারল্যান্ড, তিউনিশিয়া, বাংলাদেশ, মরক্কো, ইংল্যান্ড, মোনাকো, মালি, নাইজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, সুইজারল্যান্ড এবং কানাডার দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। এ বারের প্রতিযোগিতা ছিল তিনদিন ব্যাপী।
এজেড
বিজ্ঞাপন