জামাল ভূঁইয়া/ফাইল ছবি

জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আগামীকাল কোচ ম্যারিও ল্যামোসের ক্যাম্পে যোগ দেবেন। ২৫ অক্টোবর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও জামাল দেশের বাইরে থাকায় এক সপ্তাহ পর যোগ দিচ্ছেন। গত বছর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও দেড় বছর পর বিবাহোত্তর অনুষ্ঠান করেছেন। এজন্য তার ক্যাম্পে যোগ দেয়ায় দেরি হলো কিছুটা। 

প্রথম দুদিন খেলোয়াড় সংকটের জন্য অনুশীলন করাতে পারেননি কোচ ম্যারিও ল্যামোস। তিন দিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করানোর পর আজ ফুটবলারদের বিশ্রামে রেখেছিলেন। আগামীকাল আবার বল নিয়ে মাঠে অনুশীলন শুরু হবে। ক্যাম্পের সামগ্রিক অবস্থা সম্পর্কে ল্যামোস বলেন, ‘এখন ১৬ জন আছে। জামাল কাল যোগ দিচ্ছে। কাল অনুশীলন করা না করাটা তার নির্ভর করবে ক্লান্তির উপর। তারিক কাজী পাসপোর্ট নিয়ে এখনো কাজ করছে।’

মতিন মিয়া, বিশ্বনাথ ঘোষ ও সোহেল রানার পরিবর্তে উজবেকিস্তানে চলমান অ-২৩ এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাই থেকে খেলোয়াড় নিতে চেয়েছিলেন কোচ। ইতোমধ্যে বাংলাদেশ সেই টুর্নামেন্টে দুই ম্যাচ খেলেছে। অ-২৩ দলের খেলা দেখে ল্যামোসের পর্যবেক্ষণ, ‘দুটি ম্যাচেই বাংলাদেশ রক্ষণাত্মক খেলেছে। দুই দলই বাংলাদেশের চেয়ে এগিয়ে।’ 

উজবেকিস্তানে মারুফের দলে সিনিয়র জাতীয় দলের ৬ জন রয়েছে। সেই ৬ জনের সঙ্গে আরো দুই জনকে জাতীয় দলে নিতে চান ল্যামোস। সেই দুই জন কারা সেটি নিশ্চিত করতে আরেকটু সময় নিতে চান এই পতুর্গিজ কোচ, ‘আরো একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচের পর সিদ্ধান্ত নেব। এখনো হাতে দুই তিন দিন সময় আছে।’ 

জাতীয় দলের সিনিয়র ৬ জন ফুটবলার উজবেকিস্তান থেকে সরাসরি শ্রীলঙ্কা যাবেন। ল্যামোস ঢাকায় অনুশীলন করা ফুটবলারদের নিয়ে কলম্বোর উদ্দেশ্যে রওনা হবেন ৫ নভেম্বর। চার জাতির টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ নভেম্বর। 

এজেড/এনইউ