ডিয়েগো ম্যারাডোনা ও পেলে, জীবদ্দশায় দুই কিংবদন্তির কথার লড়াই যেন লেগেই থাকতো। শেষ দিকে অবশ্য সেটা মিটে গিয়েছিল, দু’জনে বনে গিয়েছিলেন বন্ধু। গত ৩০ অক্টোবর ছিল প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার জন্মদিন, এমন এক দিনে বন্ধুকে স্মরণে পড়বেই। সে স্মরণটা পেলে জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও, শুভেচ্ছা জানালেন গেল বছর না ফেরার দেশে চলে যাওয়া এই কিংবদন্তিকে। 

শনিবার ম্যারাডোনার ৬১তম জন্মদিনে পেলে নিজের ইনস্টাগ্রামে পেলে আর্জেন্টাইন কিংবদন্তিকে আলিঙ্গন করা এক মুহূর্তের এক ছবি পোস্ট করেন। সেখানে পেলে লেখেন, ‘ঈশ্বর তাকে প্রতিভা দিয়েছিল। গোটা বিশ্ব তাকে উজাড় করে দিয়েছে ভালবাসা। আজ ডিয়েগোর জন্মদিন। যারা ফুটবলকে ভালবাসেন, তারা আজীবন এই দিনে নতুন করে স্মরণ করবে, মাঠে বলকে নিয়ে ও কী করত।’ 

ম্যারাডোনার স্মৃতি রোমন্থনকে জীবনের সেরা উপহার বলেও আখ্যা দিলেন পেলে। লিখেছেন, ‘ব্যক্তিগত পর্যায়ে তার সঙ্গে সুন্দর বন্ধুত্বের সেই মুহূর্তগুলোকে স্মরণ করার সুযোগ আছে আমার। সেই স্মৃতিগুলোই জীবনের সেরা উপহার।’

শুধু কি পেলে? বন্ধু, সতীর্থ, শিষ্য থেকে শুরু করে অগুণতি মানুষও তো তাকে শুভেচ্ছা জানিয়েছে সেদিন। শনিবার আর্জেন্টিনায় ডিয়েগোর বাড়ির সামনে উপস্থিত হয়েছিলেন ভক্তরা। ‘দশ নম্বর আমাদের হৃদয়ে, সেই মানুষটার নাম ম্যারাডোনা’, এই স্লোগানে ম্যারাডোনাকে স্মরণ করতে থাকেন তারা। 

জীবদ্দশায় ম্যারাডোনার জন্মদিন মানেই ছিল যেন একটা উৎসব। ম্যারাডোনার মৃত্যুর পরেও সে ধারাটা ধরে রেখেছেন তার মেয়ে দালমা। মহা আড়ম্বরে পালিত হয়েছে তার জন্মলগন।

প্রয়াত কিংবদন্তির মেয়ে দালমার সঙ্গে সেদিন দেখা করতে গিয়েছিলেন প্রাক্তন তারকা হুয়ান রোমান রিকেলমে। তিনি বলেন, ‘তিনি হয়তো সশরীরে আমাদের সঙ্গে নেই, কিন্তু তার উপস্থিতি প্রত্যেক আর্জেন্টাইনের সত্তায় মিশে আছে। আমাদের কাছে তিনি অমর।’

সাংবাদিকদের ম্যারাডোনার মেয়ে দালমা সাংবাদিকদের অনুরোধে নিজের অনুভূতি ব্যক্ত করেন। বলেন, ‘বাবা আমাদের হৃদয়ে বেঁচে রইবেন চিরকাল। তিনি বেঁচে থাকার সময় যেভাবে উৎসবের মেজাজে জন্মদিন পালন করা হত, সেই ধারাই আমরা বজায় রেখেছি। বোকা জুনিয়র্স ক্লাবের পক্ষ থেকেও ফুটবলাররা এসেছিলেন তাঁকে শুভেচ্ছা জানাতে।’

ম্যারাডোনার গুণমুগ্ধ ছিলেন আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্ক্যালোনিও। ম্যারাডোনার স্মরণে তিনি বলেন, ‘ডিয়েগো আমাদের জীবনে শ্বাস প্রশ্বাসের মতো গুরুত্বপূর্ণ, প্রতিনিয়ত তাকে স্মরণ করতেই হয় আমাদের। তার প্রতিটা কথা আমাদের নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয়।’

এনইউ