বৃষ্টির সঙ্গে শত্রুতা ক্রিকেটের। ফুটবলের তেমন বৈরিতা নেই। কিন্তু শ্রীলঙ্কায় চার জাতির ফুটবল টুর্নামেন্ট চরম বাধাগ্রস্ত টানা বৃষ্টিতে। বাংলাদেশ ও সিশেলসের সোমবারের ম্যাচটি বৃষ্টির জন্য স্থগিত করেছিল গতকাল (রোববার) রাতে। একই কারণে আজ শ্রীলঙ্কা ও মালদ্বীপের ম্যাচটিও স্থগিত করা হয়। 

সোমবার টুর্নামেন্টের উদ্বোধন ছিল। বৃষ্টি উপেক্ষা করে আয়োজকরা রাতে শ্রীলঙ্কা ও মালদ্বীপের ম্যাচটি পরিচালনার প্রস্তুতি নিয়েছিলেন। শেষ পর্যন্ত বৃষ্টির জন্য খেলা স্থগিত করতে হয়েছে।  

গত তিন দিন যাবত শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি হচ্ছে। এই ভারী বৃষ্টির মধ্যেই আজ বিকেলে অনুশীলন করেছেন জামাল ভূঁইয়ারা। পরিবর্তিত সূচি অনুযায়ী আগামীকাল বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ ও সিশেলসের ম্যাচ এবং রাতে সাড়ে ৯টায় শ্রীলঙ্কা ও মালদ্বীপের ম্যাচ বডিলি শিফট হয়েছে। 

এজেড