গুঞ্জন আগে থেকেই ছিল। চোটগ্রস্থ লিওনেল মেসিকে আর্জেন্টিনার হয়ে মাঠে নামতে দেখা যাবে কি না এ নিয়ে। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম অবশ্য ইতিবাচক খবরই দিচ্ছিল। তবে শেষ মুহূর্তে এল পরিবর্তন। মেসির জায়গায় দলে ঢুকেছেন পাওলো দিবালা।

হাঁটুর চোটের কারণে লিওনেল মেসি তার দল পিএসজির আগের দুই ম্যাচে খেলতে পারেননি। আর্জেন্টিনায় এসে সে চোট কাটিয়ে অনুশীলনেও নেমেছেন তিনি। তবে প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে একাদশে থাকবেন কিনা, তা নিয়েই ছিল ধোঁয়াশা। অবশেষে সে ধোঁয়াশা কেটেছে একাদশ প্রকাশের পর। মেসিকে ছাড়াই উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।

মেসি না থাকায় আজ আর্জেন্টিনা অধিনায়কের বাহুবন্ধনী থাকছে আনহেল ডি মারিয়ার হাতে। মেসি তাও বেঞ্চে আছেন, দ্বিতীয়ার্ধে হয়তো সুবিধাজনক পরিস্থিতিতে তাকে কোচ লিওনেল স্ক্যালোনি আনতেও পারেন মাঠে। তবে তার আরেক পিএসজি সতীর্থ লিয়ান্দ্রো পারেদেসকে ম্যাচদিবসের স্কোয়াডেই রাখেননি আর্জেন্টাইন কোচ। উরুর সমস্যার কারণেই মূলত এ সতর্কতা অবলম্বন করা হচ্ছে তাকে নিয়ে। 

একাদশে আছেন যারা-
এমিলিয়ানো মার্টিনেজ;
মলিনা, রোমেরো, অটামেন্ডি, আকুনইয়া;
ডি পল, গিদো রদ্রিগেজ, লো চেলসো;
দিবালা, লাওতারো, ডি মারিয়া।
ছবি- আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন

এনইউ