বয়সভিত্তিক প্রতিযোগিতা মানেই বয়স চুরির অভিযোগ। শুধু ফুটবল নয়, দেশের অনেক খেলাতেই এই অভিযোগ আছে। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম অনূর্ধ্ব ১৪ একাডেমি কাপ আয়োজন করছে। এই বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে তারা দুইটি ক্লাবের সকল খেলোয়াড়ই পেয়েছে অনূর্ধ্ব ১৪।
 
নারায়ণগঞ্জের ইপিলিয়ন ফুটবল একাডেমি ও রাঙামাটির সুইহ্লামং ফুটবল একাডেমিকে এজন্য বিশেষভাবে পুরস্কৃত করেছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম। আজ (শনিবার) টুর্নামেন্ট উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, ‘আমরা টুর্নামেন্টের বয়সের ব্যাপারে খুবই সচেতন। এজন্য প্রতিটি দলের খেলোয়াড়ের বয়স যাচাই-বাছাই হয়েছে। দু’টি দলের প্রত্যেকটি খেলোয়াড় আমাদের নির্ধারিত বয়সসীমার মধ্যে ছিল। ভবিষ্যতেও অন্য দলগুলো যেন আকৃষ্ট হয় এজন্য এই দুই দলকে বিশেষভাবে সম্মাননা জানানো হলো।’   

বসুন্ধরা কিংস এর পৃষ্ঠপোষকতায় জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএসএফ) এর আয়োজনে তৃতীয়বারের মতো মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশের তৃণমূল ফুটবল ইতিহাসের দেশ সেরা আয়োজন ‘বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ২০২১’।

গত দুই আসরে ২৪ দলকে বাদ দিয়ে সারা দেশের ৮ বিভাগের নতুন ১২ দলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর। প্রতি দলের ২৩ জন খেলোয়াড় কোচ ও কর্মকর্তাসহ ২৭ জনকে বসুন্ধরা কিংসের পক্ষ থেকে জার্সি সেট প্রদান করা হয়েছে। প্রতি দলকে দুটি করে ফুটবলও দেওয়া হয়েছে।

আগামী ২৪ নভেম্বর সারাদেশ থেকে অংশগ্রহণকারী ১২টি ফুটবল একাডেমি দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্ট চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। ১০ দিন ব্যাপী এই টুর্নামেন্টের আসরের চ্যাম্পিয়ন দল ১ লাখ, রানার্স আপ ৫০ হাজার টাকা, এই প্রথমবারের মত তৃতীয় ও চতুর্থ দলকে ট্রফি এবং ৩০ ও ২০ হাজার টাকা করে প্রদান করা হবে। ১০ হাজার টাকা করে ম্যাচ ফি পাবে।

টুর্নামেন্ট উপলক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এর ডাচ-বাংলা অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন বিএফএসএফ এর সভাপতি মো.কাজী শহিদুল আলম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বিএফএসএফ এর সহ-সভাপতি আব্দুল বারী মালিক, সহ-সভাপতি এসজি আকবর সহ ফোরামের অন্যান্য কর্মকর্তারা।

এমএইচ