শিরোনাম পড়েই তেড়েফুঁড়ে আসবেন না যেন। কথাটি আমার নয়। ম্যানচেস্টার সিটির বিপক্ষে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ২-১ গোলে হেরে গেছে পিএসজি। এরপরই এমন মন্তব্য করেছেন ইংল্যান্ড ও লিভারপুলের সাবেক তারকা ফুটবলার জেমি ক্যারাগার।চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি পিএসজি। 

যদিও শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়েছে তাদের। লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপের মতো তারকা থাকলেও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। এতেই চটেছেন ক্যারাগার। মেসি কেবল মাঠে হাঁটেন, এমনটিও বলেছেন সাবেক এই ডিফেন্ডার। তিন তারকাকে নিয়ে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জেতার কোনো সম্ভাবনাও দেখেন না ক্যারাগার।

আরও পড়ুন : মেসির কাছে বল থাকলে সে নিজেও জানে না কী করবে

তিনি বলেছেন, ‘মেসিকে নিয়ে কোনো দিনই পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না। সে মাঠে শুধু হাঁটাহাঁটি করে। পিএসজিতে আরও দুজন (নেইমার ও এমবাপে) যাত্রী আছে। আমার মনে হয় চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে এমন চারটির দলের নাম বললে, এর কোনোটিতেই একজন যাত্রীও নেই। পিএসজিতে আছে তিনজন। তাদের চ্যাম্পিয়ন্স লিগ জেতার কোনো সম্ভাবনাই দেখি না।’

টটেনহ্যাম থেকে বরখাস্ত হয়ে পিএসজির  দায়িত্ব নিয়েছিলেন মাওরোসিও পচেত্তিনো। কিন্তু এখন পর্যন্ত দলটিকে গুছিয়ে নিতে পারেননি তিনি। এর মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে তাকে কোচ হিসেবে পেতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড। তার ওই দায়িত্ব নেওয়া উচিত বলে মনে করেন ক্যারাগার।

আরও পড়ুন : পিএসজিকে এখন আপন মনে হচ্ছে মেসির

কারণটাও বেশ অদ্ভুত। পিএসজিতে থাকা তিন তারকার জন্যই পিএসজি ছাড়া উচিত পচেত্তিনোর, এমনটি মনে করেন ক্যারাগার। তিনি বলেছেন, ‘পচেত্তিনোর ক্লাব ছাড়া দরকার। যদি তার ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার সুযোগ থাকে, আমি এই জায়গায় থাকলে কালই চলে যেতাম। আর এটার কারণ হতো তার দলে থাকা তিন তারকা।’

আলাদা করে এমবাপের ব্যাপারে তিনি বলেছেন, ‘এমবাপেকে দেখে আমার সবচেয়ে বেশি হতাশ লেগেছে। আমি মেসির ব্যাপারটা না হয় বুঝতে পারলাম, তার বয়স ৩৪ হয়ে গেছে। কিন্তু এমবাপের বয়স মাত্র ২২ বছর। ম্যান সিটির মতো দলের বিপক্ষে তাকে দৌড়াতে হবে আর সতীর্থদের সাহায্য করতে হবে। হাঁটাটা তার জন্য না।’

এমএইচ