বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। ইউরো, অলিম্পিকেও আলো ছড়িয়েছেন নিজের। পেদ্রির কোপা ট্রফি জেতাটা অনুমিতই ছিল। তিনিই হয়েছেন চলতি বছরের সেরা উদীয়মান খেলোয়াড়। সোমবার ফ্রান্সে অনুষ্ঠিত ব্যালন ডি অর অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে তার নাম।

কোপা ট্রফি দেওয়া হয় ২১ বছরের কম বয়সী ফুটবলারদের। পেদ্রির বয়স এখন ১৯ বছর। স্টেজে এসে এই মিডফিল্ডারের কোপা ট্রফি জেতার খবর দেন ২০০৬ সালে ব্যালন ডি অর জেতা ফাবিও ক্যানভারো। 

গত মৌসুমে বার্সেলোনা ও স্পেনের হয়ে মোট ৭৩ টি ম্যাচে মাঠে নেমেছেন পেদ্রি। বার্সেলোনার কোপা দেলরের শিরোপা জেতার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

এই ট্রফি জেতার দৌড়ে পেদ্রি পেছনে ফেলেচেন জুডে বালিংহাম, জামাল মুসায়লা, নুনো মেন্ডেস ও মাসন গ্রীনউডকে। কোপা ট্রফি জেতার পর অনেকের সঙ্গে এক সময়ের বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসিকেও ধন্যবাদ জানিয়েছেন পেদ্রি।

বলেছেন, ‘লিওকেও ধন্যবাদ। আমাকে সবকিছু বলার জন্য, সকল পরামর্শ দেয়ার জন্য। এগুলো আমাকে সাহায্য করেছে, করবে।’

এমএইচ