কেমন আছেন জানালেন পেলে, শুভকামনা পেলেন রোনালদোর
ফুটবল ইতিহাসের দুই শ্রেষ্ঠ গোলদাতা পেলে ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে একসঙ্গে বহুবারই দেখা গেছে আগে। এবার দেখা গেল আবারও। তবে ভিন্নভাবে। বৃহদান্ত্রে টিউমারের চিকিৎসা নিতে হাসপাতালে আছেন পেলে। সম্প্রতি ইনস্টাগ্রামে তার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে পোস্ট করেছেন ব্রাজিল কিংবন্তি। তার মন্তব্য বিভাগেই দেখা মিলেছেন রোনালদোর। মন্তব্য করে জানিয়েছেন শুভকামনা।
ইনস্টাগ্রামে পেলে লিখেছেন, ‘বন্ধুরা, আপনারা জানেন, ৩০ সেপ্টেম্বর যখন হাসপাতাল ছেড়ে গিয়েছি, তখন থেকেই আমার চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি চলছে।’
বিজ্ঞাপন
চলতি বছর আর কোনো কেমোথেরাপি নিতে হবে না তাকে। বিষয়টাকে অর্জন হিসেবেই দেখছেন পেলে। লিখলেন, ‘আজ আমি অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে আছি, যা ২০২১ সালে আমার সবশেষ সেশন। এই অর্জনটা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। দিনশেষে সব ছোট ছোট জয়ই তো উদযাপনের একটা একটা কারণ! আপনারাও কি তা মনে করেন?’
এখনই অবশ্য হাসপাতাল ছেড়ে যাচ্ছেন না তিনি। জানিয়ে লিখেছেন, ‘আরও কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে আমাকে। যে কারণে আমাকে আরও কিছুদিন এখানে থাকতে হবে। তবে চিন্তা করবেন না, ছুটির মৌসুমের জন্য তৈরি হচ্ছি আমি।’
বিজ্ঞাপন
ব্রাজিল কিংবদন্তির সেই পোস্টে আধা ঘণ্টার মধ্যেই পাঁচ লাখের মতো লাইক পড়ে গেছে। মন্তব্য এসেছে অগুণতি, যেখানে ক্রিশ্চিয়ানো রোনালদোরও আছে একটা। সেখানে রোনালদো শুভকামনা জানিয়েছেন এভাবে, ‘শক্ত থাকো বন্ধু আমার।’ রোনালদোর ভাষা পর্তুগীজ, ব্রাজিলিয়ান হওয়ায় পেলেরও তাই। সে কারণে শুভকামনাটাও পর্তুগীজ ভাষাতেই লিখলেন তিনি।
শেষ কয়েক বছর ধরেই স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না পেলের। ২০১৫ সালে প্রোস্টেটে অস্ত্রোপচারের পর থেকেই চলছে এ অবস্থা। ২০১৯ সালে ইউরিনারি ইনফেকশনের কারণে আবারও তাকে হাসপাতালে যেতে হয়। এদিকে নিতম্বের সমস্যা বহুদিন ধরেই ভোগাচ্ছে তাকে, যে কারণে স্বাভাবিক চলাচলেও বাধা পড়েছে তার।
চলতি বছর যোগ হয়েছে এই নতুন সমস্যা। রুটিন চেকআপ করতে গিয়ে গেল সেপ্টেম্বরে তার বৃহদান্ত্রে এক টিউমার ধরা পড়ে। সেটা অস্ত্রোপচারের মাধ্যমে ফেলে দেওয়া হলেও সেটার ফিরে আসা রুখতে এখন তাকে নিয়মিত কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছে। চলতি বছরে যার শেষ কিস্তি নিতেই তাকে এবার যেতে হয়েছে হাসপাতালে।
এনইউ