দীর্ঘ ২১ বছরের সম্পর্ক শেষে চলতি মৌসুমে লিওনেল মেসি যোগ দিয়েছেন পিএসজিতে। নতুন ক্লাবে এসে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ তো ছিলই, নতুন শহরে এসে খাপ খাইয়ে নেওয়াটাও যে কম চ্যালেঞ্জের নয়। সেই চ্যালেঞ্জ জয় করতে মেসির জন্য সবকিছুই করছেন তার সতীর্থরা, দাবি ক্লাব ও জাতীয় দলে তার আর্জেন্টাইন সতীর্থ আনহেল ডি মারিয়ার।

তবে কাজটা সহজ ছিল না মোটেও। নতুন ক্লাবে এসে নভেম্বরের আগ পর্যন্ত লিগ গোল পাননি। তবে ডি মারিয়ার মতে মেসি ধীরে ধীরে দলে মানিয়ে নিচ্ছেন। সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি, ক্লাব ব্রুগার বিপক্ষে আমাদের ম্যাচটা দেখিয়েছে আমরা কেমন করছি। মেসি দলে যোগ দেওয়ার পর সবার চাওয়া থাকছে ৪-০, ৫-০ গোলের জয়, কিন্তু ফুটবল এমন নয় মোটেও। ফুটবলে উন্নতিটা ধীরে ধীরে করতে হয়, আর টুকরোগুলোকে জোড়া দিতে হয়।’

আরও পড়ুন : আমি মেসিকে ‘অসৎ’ বলিনি

মেসি নতুন ক্লাবে যোগ দেওয়ার পর সুখেই আছেন বলে মনে হচ্ছে ডি মারিয়ার। তার মতে, প্যারিসে এসে দ্রুতই মানিয়ে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। বললেন, ‘আমরা দেখি ঘরে তার পরিবারের সঙ্গে সে বেশ খুশিই। ছেলেরা স্কুলে যাচ্ছে। সবাই তার কাজটা সহজ করে দেওয়ার জন্য চেষ্টা করছে। আর এভাবেই মেসি পিএসজির সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছে। আমার মনে হয় প্যারিসেও মেসি মানিয়ে নিতে সময় নেয়নি।’

তবে দল হিসেবে মানিয়ে নিতে ডি মারিয়া আরও কিছু সময় চাইলেন। বললেন, ‘ফুটবলের দিক থেকে যদি দেখি, তাহলে সবকিছু ধীরে ধীরে গড়ে ওঠে। তার অনেক বড় একটা পরিবর্তন এসেছে। পিএসজিও ভিন্ন ধারার ফুটবল খেলে, যারা দ্রুত আক্রমণে ওঠে, আর বার্সেলোনা বলের দখল নিয়ে খেলে। আমরা সবকিছুকেই ভারসাম্যে আনতে চাইছি, তবে সে যেন পিএসজির সঙ্গে মানিয়ে নিতে পারে সেজন্যে সেও বেশ চেষ্টা করে।’

আরও পড়ুন : মেসির ফ্রান্সে ‘খারাপ খেলার’ কারণ জানা গেল

তবে দলের পারফর্ম্যান্স নিয়ে কোচ মরিসিও পচেত্তিনোর সমালোচনাও কম হচ্ছে না। ডি মারিয়া অবশ্য স্বদেশি এই কোচের পাশেই রইলেন। বললেন, ‘পচেত্তিনোর কাজটা সহজ নয়। ১১ জন খেলোয়াড় খেলে। এটাই সে করার চেষ্টা করে, আর যা করে ক্লাবের ভালোর জন্য করে। সেটা মাঠে এসে বাস্তবায়নও করতে হবে আপনাকে।’

এনইউ