৪৮টি দল নিয়ে শনিবার শুরু হয়েছে বঙ্গমাতা জাতীয় নারী ফুটবল চাম্পিয়নশিপের প্রাথম রাউন্ড। আজ (শনিবার) চারটি গ্রুপের খেলা শুরু হয়েছে চারটি ভেন্যুতে- ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম, মাদারীপুরের আসমত আলী খান স্টেডিয়াম, যশোরের শামসুল হুদা স্টেডিয়াম ও রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম। ফেনীর শহীদ আবদুস সালাম স্টেডিয়াম এবং পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে খেলা শুরু হবে ৩১ ডিসেম্বর। 

৪৮টি দলের মধ্যে ৪৭টি জেলা ও একটি সার্ভিসেস দল বাংলাদেশ আনসার। ছয় ভেন্যুতে দলগুলো খেলবে ছয়টি ভাগে বিভক্ত হয়ে। চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার ও রানার্সআপ দলকে ২৫ হাজার এবং প্রতি ম্যাচের বিজয়ী দলকে ৫ হাজার টাকা করে দেবে বাফুফে। জাতীয় দলের ক্যাম্পে থাকা মেয়েরা কোথাও খেলবে না।

এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষক হিসেবে আছে ম্যাক্স গ্রুপ, আনোয়ার গ্রুপ। আজ বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরীসহ আরো অনেকে। 

এজেড