আর্থিক সঙ্কটের কারণে বার্সেলোনা গত মৌসুমের শেষে হারিয়েছে তাদের ক্লাব ইতিহাসেরই সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে। সেই অতীতকে পেছনে ফেলে বার্সা এখন দলবদলের বাজারে আলোড়ন ফেলতে যাচ্ছে, এই বলে পুরো বিশ্বকে হুঁশিয়ারি দিলেন ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তা। 

চলতি দলবদলে ইতোমধ্যেই দুই খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে ক্লাবটি। দানি আলভেসকে আগেই দলে ভেড়ালেও বার্সা আনুষ্ঠানিক নিবন্ধন করাতে যাচ্ছে এই দলবদলে, এরপর ফেররান তরেসকে ৫৩৫ কোটি টাকার বিনিময়ে দলে ভিড়িয়েছে লাপোর্তার ক্লাব।

দলটির গুঞ্জন আছে দলবদল বাজারের অন্যতম হটকেক আর্লিং হালান্ডকে নিয়েও। চলতি মৌসুম শেষেই যে নরওয়েজিয়ান স্ট্রাইকারের দাম নেমে আসবে ৭৫০ কোটি টাকার আশেপাশে। ৫৩৫ কোটি টাকার বিনিময়ে তরেসকে দলে ভেড়ানো বার্সার ‘নাগালেই’ আছে সেটা, ইঙ্গিত দিলেন লাপোর্তা। সোমবার তরেসের উপস্থাপন অনুষ্ঠানে কথা বলতে গিয়ে হালান্ড বিষয়ক প্রশ্নের জবাব দিলেন বার্সা সভাপতি। বললেন, ‘সবকিছুই সম্ভব। যে কোনো খেলোয়াড়োই বার্সেলোনায় নাম লেখানোর বিষয়ে ভেবে দেখেন।’

আর্থিক সঙ্কটে মেসিকে ধরে রাখতে পারেনি ক্লাবটি। তবে সে দিন এখন অতীত, ইঙ্গিত দিলেন লাপোর্তা। জানালেন, বার্সেলোনা আবারও দাপট নিয়েই ফিরছে দলবদলের বাজারে। বললেন, ‘দুনিয়ার সবাই প্রস্তুত থাকো। আমরা বড় খেলোয়াড়দের দলে টানতে ফিরছি দলবদলের বাজারে। বার্সেলোনা ফিরে আসছে।’

লাপোর্তার এই কথায় অবশ্য বোঝাচ্ছে বার্সা বুঝি দুর্দিন পেছনে ফেলেই দিয়েছে একদম। তবে আদতে বিষয়টা মোটেও তেমন নয়। যে কারণে মেসিকে দলে রাখতে পারেনি, সেই বেতনভাতা বিষয়ক সীমারেখার সমস্যা এখনো আছে ক্লাবটির। সে কারণেই এখনো তরেসকে মূল দলে নিবন্ধন করাতে পারেনি দলটি। এরই মাঝে আলভারো মোরাতাকেও দলে ভেড়ানোর বিষয়ে দৌড়ঝাঁপ করছে ক্লাবটি।

এখনো বার্সার কাঁধের ওপর আছে প্রায় ১২ হাজার কোটি টাকার ঋণের বোঝা। আর্থিক সমস্যার কারণে মেসিকেও ধরে রাখতে পারেনি ক্লাবটি। এরই মধ্যে লাপোর্তার এই কথা কিছুটা বিস্ময়েরই জন্ম দিয়েছে ইউরোপীয় সংবাদ মাধ্যমে। 

এনইউ