ছবি: সংগৃহীত

করোনা মহামারির কবলে পড়ে খেলার মাঠ থেকে দর্শক গেছেন ব্রাত্য। তবে পরিস্থিতিটা ২০২২ বিশ্বকাপে থাকবে বলে মনে করেন না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। জানালেন, আগামী বছর নভেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপ পূর্ণ দর্শক নিয়েই অনুষ্ঠিত হবে।

সম্প্রতি জেনেভায় অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বলেন, ‘আমি খুবই, খুবই আত্মবিশ্বাসী যে বিশ্বকাপটা অবিশ্বাস্য হবে। এতে আগের মতোই জাদু থাকবে, বিশ্বকে এক করে দেয়ার ক্ষমতাটা থাকবে। আমাদের যেখানে থাকা প্রয়োজন, সেখানেই ফিরবো আমরা।’

করোনা ভ্যাকসিনে সবার অধিকার নিয়ে সম্প্রতি এক ক্যাম্পেইনে নেমেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফিফা জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ উদ্যোগে শামিল হবেন তারাও। গত সোমবার ইনফান্তিনো ও সাবেক লিভারপুল স্ট্রাইকার মাইকেল ওয়েন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।  

এ নিয়ে ইনফান্তিনোর ভাষ্য, ‘করোনার বিরুদ্ধে এই যুদ্ধে আমাদের সবাইকে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। বিশ্বের সর্বত্র ভ্যাকসিন, চিকিৎসা ও পরীক্ষার ক্ষেত্রে সবার জন্য সুষম প্রতিযোগিতামূলক ক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কেও একসঙ্গে কাজ করার আহবান জানাচ্ছি।’

চলতি মাসে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপের সময় থেকেই প্রচারণা শুরু হবে বিশ্বকাপের। উল্লেখযোগ্য খেলোয়াড়, কোচেদের নিয়ে প্রচারণামূলক ভিডিও প্রচারিত হওয়া শুরু হবে ক্লাব বিশ্বকাপের সময় থেকে। যেসব সাবেক খেলোয়াড় এ ধারাবাহিক প্রচারণায় অংশ নেবেন তাদের মধ্যে মাইকেল ওয়েন অন্যতম। 

এ নিয়ে তিনি বলেন, ‘সমাজের সঙ্গে ফুটবলের মিলে মিশে থাকাটা জরুরী। ঠিক তেমনি যেসব বিষয় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে সেসবে একটা ভূমিকা পালন করাটাও ফুটবলের জন্য জরুরী।’

একই সুর ঝরে পড়লো ইনফান্তিনোর কণ্ঠেও। জানালেন, ভালো চর্চা ও কাজে সবসময় তার সংস্থা এগিয়ে আসবে সবার আগে। বললেন, ‘তোমাদের সবার হাত ধুতে হবে-এমন বার্তাগুলো বিশ্বজুড়ে শিশুরা আপনি আমি বললে যেমন মানবে, তার চেয়ে বেশি সম্ভবত মাইকেল ওয়েন কিংবা অন্য কিংবদন্তিদের মাধ্যমে বলালে মেনে চলবে। রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা ডাক্তারের চেয়ে তারা বড় ব্যক্তিত্ব।’

এনইউ/এটি