সাবেক বাফুফে সাধারণ সম্পাদকের এল ক্ল্যাসিকো দর্শন
সৌদি আরব ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ আয়োজন করেছে। এবার সৌদি আরবে অনুষ্ঠিত হলো বিশ্ব ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার ম্যাচ। সুপারকোপা দে এস্পানার প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার রাতে সৌদির কিং ফাহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচটি মাঠে বসেই দেখেছেন বাংলাদেশের ফুটবলের বিশিষ্ট সংগঠক আনোয়ারুল হক হেলাল।
মূলত এশিয়ান ফুটবল কনফেডারেশনের আমন্ত্রিত অতিথি হিসেবে বৃহস্পতিবার রাতে এই ম্যাচ দেখেছেন হেলাল। দীর্ঘ সংগঠক ক্যারিয়ারে অনেক আন্তর্জাতিক ম্যাচ দেখা হলেও এল ক্ল্যাসিকো স্টেডিয়াম থেকে দেখা এই প্রথম। ‘এর আগে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আলাদা আলাদা ম্যাচ দেখেছি। তবে দুই দলের মুখোমুখি লড়াই দেখার সুযোগ এবারই প্রথম হলো’- সৌদি থেকে বলেন হেলাল।
বিজ্ঞাপন
স্টেডিয়ামে উন্মাদনা ও সমর্থন সম্পর্কে বলেন, ‘আমরা এএফসির আমন্ত্রিত অতিথিরা ভিআইপিতে রয়েছি। এখানে সেই রকম সমর্থন উন্মাদনা নেই। গ্যালারিতে রিয়ালের সমর্থন একটু বেশি চোখে পড়েছে।’
বাফুফের সাবেক সাধারণ সম্পাদক এখন দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক। সৌদি আরবের রিয়াদে আজ থেকে অনুষ্ঠিত হবে তিন দিন ব্যাপি এশিয়ার দেশগুলোর সাধারণ সম্পাদকদের কনফারেন্স। সেই কনফারেন্সে সদস্য দেশ ছাড়াও আঞ্চলিক সংস্থার সাধারণ সম্পাদকরা আমন্ত্রিত।
বিজ্ঞাপন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগও এএফসির এই কনফারেন্সে আমন্ত্রিত। তিনি সৌদির উদ্দেশ্যে আজ সকালে দেশ ত্যাগ করবেন।
এজেড/এনইউ/এটি