ভবিষ্যতের জন্য হালান্ডকে চাপ দিচ্ছে তার ক্লাব
বর্তমান সময়ের সেরা তারকাদের একজন তিনি। বেশ কয়েক মৌসুম ধরেই গুঞ্জন ক্লাব ছাড়বেন আর্লিং হালান্ড। কিন্তু যাবেন কোথায়? এ নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে ম্যানচেস্টার সিটি; নাম আসছে অনেক বড় বড় ক্লাবের।
যদিও এসব বিষয় নিয়ে কথা বলেননি হালান্ড। ক্লাবও এতদিন ছাড়তে চায়নি তাকে। তবে এখন নাকি প্রেক্ষাপট বদলে গেছে। বুন্দেস লিগায় এবার এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে করেছেন তৃতীয় সর্বোচ্চ ১৫ গোল। সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন পাঁচ গোল। এই ফুটবলারকে ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে চাপ দিচ্ছে ডর্টমুন্ড, জানিয়েছেন হালান্ড নিজেই।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ‘গত ছয় মাসে ডর্টমুন্ডের প্রতি সম্মান দেখাতেই আমি কিছু বলিনি। কিন্তু ক্লাব এখন আমাকে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চাপ দিচ্ছে। আমি কেবল ফুটবল খেলতে চাই। কিন্তু ক্লাব তাড়া দিচ্ছে…আমার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানাতে বলছে তারা। ফলে এখন আমাকে খুব শিগগিরই একটা সিদ্ধান্ত নিতে হবে। তারা (ডর্টমুন্ড) এটাই চায়। এর অর্থ হলো, এখন কিছু ঘটবে।’
তিনি আরও বলেন, ‘আমরা (মৌসুমের) কঠিন ধাপে আছি, সামনে অনেক ম্যাচ। শুরু থেকেই বলে আসছি যে আমি ফুটবলে মনোযোগ দিতে চাই। কারণ এটা করতে পারলেই আমি আমার সেরা অবস্থায় থাকি। কিন্তু এখন সেটা পারছি না।’
বিজ্ঞাপন
এমএইচ/এটি