গত তিন জানুয়ারি থেকেই ছিলেন মাঠের বাইরে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে ফেরেন। প্রথমার্ধে নিজের ছায়া হয়েছিলেন তিনি। ৭০ মিনিট পর্যন্ত মাঠে থাকলেও নিজেকে খুব বেশি জানান দিতে পারেননি। 

শেষ অবধি তাকে মাঠ থেকে তুলে নেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ র‌্যাফ রাঙ্কনিক। তখন অবশ্য ২-০ গোলে এগিয়ে ছিল তারা। পরে রোনালদোর বদলি হিসেবে খেলতে নামানো হয় ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরকে। কিন্তু পর্তুগিজ তারকা মেনে নিতে পারেননি সেটি।

মাঠ ছাড়ার পর জ্যাকেট ছুঁড়ে ফেলতেও দেখা যায় তাকে। ক্ষিপ্ত হয়ে তিনি বলেন, ‘কেন আমি? কেন আমি..কেন তুমি আমাকে তুলে নিচ্ছ?’ পরে ইউনাইটেড কোচ র‌্যাঙ্কনিককে কথা বলতেও দেখা গেছে রোনালদোর সঙ্গে।

পরে অবশ্য তাকে তুলে নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন র‌্যাঙ্কনিক। তিনি বলেছেন, ‘এটা সাধারণ ব্যাপার। একজন স্ট্রাইকার গোল করতে চায়। কিন্তু সে ছোট একটা ইনজুরি থেকে সেরে উঠেছে মাত্রই। এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ সামনেই আমাদের আরেকটা ম্যাচ আছে।’

রোনালদোর প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘তাকে বলতে শুনেছি, কেন তাকে তুলে নেওয়া হলো সেটা জানতে চেয়েছে। আমি তাকে বলেছি দলের ভালোর জন্য আমাকে সিদ্ধান্তটা নিতে হয়েছে। বদলি করার পর সে এসে আমাকে জড়িয়ে ধরবে এটা আমিও আশা করিনি। আমি জানি গোল স্কোরিং খেলোয়াড়রা কেমন হয়।’

রোনালদোর সঙ্গে তার কোনো ঝামেলা নেই বলেও জানিয়েছেন র‌্যাঙ্কনিক, ‘আমার রোনালদোর সঙ্গে কোনো সমস্যা নেই। সে ইনজুরি থেকে ফিরেছে। আর দেড় সপ্তাহ ধরে অনুশীলন করেনি। আমি কেন বেঞ্চের খেলোয়াড়দের পরখ করব না?’

এমএইচ