সেই চোট থেকে ফিরে আবাহনীকে ফেড কাপের ফাইনালে তুলে নায়ক বনে যান সোহেল/ফাইল ছবি

আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম সোহেল জাতীয় দলের ক্যাম্পের সময় ইনজুরিতে পড়েছিলেন। এজন্য তিনি তার ক্লাব আবাহনীর পক্ষে ঘরোয়া ফুটবলে কয়েক মাস অনুপস্থিত ছিলেন।

সোহেলের সার্ভিস না পাওয়ায় আবাহনীর ক্ষতি হয়। সেই ক্ষতিপূরণ পুষিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আবাহনী ক্লাব ১ লাখ ৪৭ হাজার টাকা পাচ্ছে ফিফা থেকে। 

জাতীয় দলের ফুটবলার ম্যাচ খেলতে অথবা ক্যাম্পে অনুশীলনের সময় কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে ফিফা প্রটেকশন স্কিমের আওতায় ফিফা ক্লাবগুলোকে ক্ষতিপূরণ দেয়। এই আওতায় মাসুক মিয়া জনি, আতিকুর রহমান ফাহাদ, বিশ্বনাথ ঘোষের ক্লাব বসুন্ধরা কিংস ক্ষতিপূরণ পেয়েছিল।

সোহেল ২০২০ সালের নভেম্বরে জাতীয় দলের ক্যাম্পে ইনজুরিতে পড়েন। বাফুফে তার ক্ষতিপূরণের জন্য আবেদন করে। বিভিন্ন মেডিকেল রিপোর্ট পর্যালোচনা ও ফাইল চালাচালি করে এক বছর পর সোহেলের ক্ষতিপূরণ আদায় হলো। 

এজেড/এনইউ/এটি