যতক্ষণ মাঠে থেকেছেন, ততক্ষণ নিজেকে জানান দিয়েছেন। কিন্তু মাঠের খেলাটা দেখাতে হলে তার জন্য তো আগে মাঠে নামতে হবে। সেটাই ঠিকঠাক করতে পারছেন না আনসু ফাতি। মাঠে নামলেই পড়ছেন ইনজুরিতে। এ নিয়ে দুশ্চিন্তার ভাঁজ তার ক্লাব বার্সেলোনার কপালেও। 

সর্বশেষ গত ম্যাচে অ্যাথলেটিক বিলাবাওয়ের বিপক্ষে ইনজুরিতে পড়েন ফাতি। শোনা যাচ্ছে, এবারও নাকি লম্বা সময়ের জন্যই ছিটকে গেছেন এই স্প্যানিশ তরুণ। করাতে হতে পারে অস্ত্রোপাচারও। ফাতির যত্ম নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন, এটিকে লজ্জারও বলছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা সবাই হতাশ এবং কষ্ট পেয়েছি। কারণ তার যত্ম নেওয়ার চেষ্টা করেছি। আমরা গুরুত্বপূর্ণ জায়গায় এসে পিছিয়ে গেছি। এটা খুব কঠিন। আমাকে অনেক কষ্ট দিয়েছে। এটা লজ্জার কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে।’

বার্সেলোনা আরেক জটিলতায় আছে ওসমান দেম্বেলেকে নিয়ে। ক্লাবের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করবেন না তিনি। ক্লাবও তাই জানিয়ে দিয়েছে তাকে বিক্রি করে দেবে তারা। দেম্বেলেকে নিয়ে জাভি বলেছেন, ‘এখনও কয়েক দিন বাকি আছে আর সে পরিস্থিতিটা জানে। এখানে কোনো বিকল্প নেই।’

সমালোচনাকে মেনে নিতেও সমস্যা নেই জাভির, ‘আমি সমালোচনাটা বুঝতে পারছি। যখন কিছু জিনিস ঠিকঠাক কাজ করে না। তখন লাথিটা পবিত্র গরুর দিকেই আসে। আমরা সমালোচনাটা বুঝতে পারছি, কোথায় আছি সেটাও। তারা প্রথমে ভুগছে। তারা ঘরের মানুষ আর বার্সেলোনাকে ভালোবাসে।’

‘আমি এখনও একই রকমভাবে আশাবাদী। সেটা না হলে হয়তো বাড়িতে চলে যেতাম। আমার মনে হয় আমরা গুরুত্বপূর্ণ কিছুর শুরুতে আছি। আপনাকে জেদ ধরতে হবে আর অধ্যাবসায় চালিয়ে যেতে হবে। একজন ফুটবলার হিসেবেও এটা আমার সঙ্গে হয়েছে। প্রথমে অবিশ্বাস ছিল পরে এগিয়ে গেছে সেটা।’

এমএইচ