দুজন খেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবে। একজন রিয়াল মাদ্রিদ ও অন্য জন বার্সেলোনায়। ক্লাব দুটির বড় তারকাও দুজন। মাঠে তাই তাদের শত্রুতা থাকাই স্বাভাবিক। তবে মাঠের বাইরে লিওনেল মেসিকে নিয়ে মুগ্ধতাই ঝরল করিম বেনজেমার কণ্ঠে। মেসির সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ফুটবলের কিছুই নাকি বুঝেন না তারা।

ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে প্যারিস সেইন্ট জার্মেইঁর। এই ম্যাচ নিয়েই তাকে প্রশ্ন করা হয়েছিল ফ্রেঞ্চ অনুষ্ঠান টেলেফুটে। সেখানেই বেনজেমা জানিয়েছেন, মেসি কিংবা এমবাপেদের বিপক্ষে খেলাটা কতটা কঠিন হবে।
 
ফরাসি এই তারকা বলেছেন, ‘এমবাপের বিপক্ষে খেলাটা হবে বিশেষ কিছু। এটা খুব ভালো একটা ম্যাচ হবে বলেই আশা করি। মেসির বিপক্ষে খেলাটাও হবে কঠিন। আমরা মেসির সমালোচনা করতে পারি না। যে-ই এমনটা করুক, সে ফুটবলের কিছুই বুঝে না।’

গত বছরের শেষদিকে নিজের সপ্তম ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। এই দৌড়ে টুকটাক নাম শোনা গেছে বেনজেমারও। তবে ব্যালন ডি’অর জয় নিয়ে কোনো আক্ষেপ নেই তার। রিয়ালের হয়ে ৩০৩ গোল করা এই ফরাসি এই তারকা জানিয়েছেন, মাঠে যা করেছেন, তার চেয়ে বেশি কিছু করার নেই তার।

বেনজেমা বলেন, ‘ব্যালন ডি’অরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটা জেতা। এর বাইরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অথবা ৩৮তম, যাই হোন না কেন সব একই। আমি মাঠে যা করেছি, এর চেয়ে বেশি তো করতে পারবো না।’

‘ব্যালন ডি’অর আমার জন্য এমন কিছু যে গোল করে, গোল করে, কঠিন সময়ে উপস্থিত থাকে। এটার সঙ্গে আসলে অনেক বিষয় জড়িয়ে আছে; কেবল শিরোপা জেতাই না। কিন্তু যাই হোক ব্যালন ডি’অর তো আমি দেই না।’

স্পেনে নিজের জীবন উপভোগ করছেন বলেও জানিয়েছেন বেনজেমা, ‘স্পেনকে আমার ঘরের মতোই মনে হয়। এটা দারুণ একটা দেশ। মানুষরাও সব ঠিকঠাক। যেভাবে চলছে, সেটাও ঠিক আছে। সবকিছুই আমার জন্য ভালো যাচ্ছে।’

এমএইচ/এটি