দুই বছর হারেনি, তবে আর্জেন্টিনার হারের প্রস্তুতিও আছে
২৮ ম্যাচ ধরে হারেনি আর্জেন্টিনা। সময়ের হিসাবে প্রায় দুই বছর। সর্বশেষ জয় এসেছে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে ছাড়াই ২-১ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। এর আগেই অবশ্য নিশ্চিত হয়ে গিয়েছিল কাতার বিশ্বকাপে খেলা।
চিলির বিপক্ষে ম্যাচটি জিতে নিজেদের অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে আর্জেন্টিনা। তবে ম্যাচশেষে দলটির তারকা মিডফিল্ডার রদ্রিগো ডি পল জানিয়েছেন, হারের জন্য প্রস্তুত তারা। প্রতিটা ম্যাচ জয়ের চেষ্টা চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
ডি পল বলেন, ‘আমাদের জিততে হবে এবং যেখানে দরকার মাঠে সম্মান দেখাতে হবে। এই দলটা দুই বছর ধরে হারে না, তবে আমরা সেটার জন্য প্রস্তুত আছি যখনই হয়। আমাদের প্রতিটা ম্যাচ চালিয়ে নেওয়ার মতো পরিশ্রম করার ও মানসিক সামর্থ্য আছে।’
চিলির বিপক্ষে ম্যাচের আগে অনেক বাধা পার করতে হয়েছে আর্জেন্টিনাকে। দলের বেশ কয়েকজন খেলোয়াড় ও কোচ ছিলেন না করোনার কারণে। তবুও দারুণ এক জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। ডি পল জানিয়েছেন, ম্যাচটি মানসিকভাবে আরও সমৃদ্ধ করবে তাদের।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আজকের ম্যাচটা মানসিকভাবে আমাদের আরও সমৃদ্ধ করবে। যখন আপনি দেশের হয়ে খেলবেন, এখানে কোনো ফ্রেন্ডলি নেই। অনেকে হয়তো ভাবতে পারে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ায় এই দলটা আরামে আছে। কিন্তু যখন আর্জেন্টিনার জার্সি গায়ে দিই, তখন ১১০% দিই। প্রতিকূলতার বিপক্ষে এই দল যেভাবে দাঁড়িয়েছে তাতে খুশি।’
চিলি ম্যাচটি যে কঠিন হবে, সেই ভাবনা আগে থেকেই ছিল জানিয়ে ডি পল বলেন, ‘আমরা কথা বলেছি। আমরা জানতাম যেকোনো মুহূর্তে আমাদের ভুগতে হবে। যখন একটা দলের বিশ্বকাপে যেতে জয় দরকার, তখন রিস্ক থাকবেই। আমরা জানি কখন খেলাটা ধীরগতির করতে হবে আর কখন সেটাকে কাজে লাগাতে হবে।’
এমএইচ