তারকা নিয়েও যেন ছন্দ খুঁজে পাচ্ছে না প্যারিস সেইন্ট জার্মেইঁ। লিগ ওয়ানে শীর্ষে আছে, চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়েও এখনও টিকে আছে তারা। তবে নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট করতে পারছে না তারা। মঙ্গলবার রাতে তো কোপা দি ফ্রান্স থেকে বাদই পড়ে গেল পিএসজি।

আক্রমণভাগে মেসি-এমবাপেদের মতো তারকাদের নিয়েও গোলের দেখা পায়নি তারা। পরে টাইব্রেকারে হেরেছে ৬-৫ ব্যবধানে। ম্যাচটি হারের পরও কোচ মাওরোসিও পচেত্তিনো জানিয়েছেন, ভালো আছে তার দল। যদিও নিজের হতাশার কথা লুকাতে পারেননি আর্জেন্টাইন কোচ।

তিনি বলেছেন, ‘দল ভালো আছে। তাদের প্রতি আগামী কয়েক দিন স্বাভাবিক প্রত্যাশাই আছে। আপনাকে দ্রুত উঠে দাঁড়াতে হবে কারণ সামনের সপ্তাহে লিলের বিপক্ষে ম্যাচ আছে। যখন আপনি টাইব্রেকারে যাবেন। এটা তখন সবকিছু ভাগ্যের ব্যাপার।’

হতাশার কথা জানিয়ে পচেত্তিনো বলেন, ‘আমরা হেরে গেছি, তাই আমাদেরই হতাশ হতে হবে। ৯০ মিনিটে আমার মনে হয় নিসের চেয়ে ভালো খেলেছি। কিন্তু আমরা কোনো পার্থক্য গড়ে দিতে পারিনি। এই জন্য আমাদের টাইব্রেকারের লটারিতে যেতে হয়েছে আর আমরা হেরে গেছি।’

যদিও মৌসুম নিয়ে এখনও আশাবাদী তিনি, ‘এমন অবস্থায় ইতিবাচক কিছু খুঁজে পাওয়া কঠিন। এই ধরনের প্রতিযোগিতায়, সবকিছুই কঠিন। এমনকি আমরা ভালো হলেও জেতার জন্য যথেষ্ট, এমন কিছু করতে পারিনি। গত বছরের মতো এবার পেনাল্টি ভাগ্য ছিল না। আমাদের আশাবাদী থাকতে হবে; এখনও লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগ বাকি আছে।’