মারুফের দলের শুভ সূচনা
মোহামেডানের ড্রয়ের দিনে জয় নিয়ে মাঠ ছেড়েছে চট্টগ্রাম আবাহনী। শনিবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ম্যাচে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়েছে মারুফুল হকের দল।
লিগের প্রথম রাউন্ড শেষে ঢাকা আবাহনীর সঙ্গে শেখ জামাল,সাইফ স্পোর্টিং ও চট্টগ্রাম আবাহনী তিন পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে আছে।
বিজ্ঞাপন
প্রথমার্ধে ঘানার ফরোয়ার্ড ফিলিপ আজার গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। দ্বিতীয়ার্ধে অবশ্য ছন্দ খুঁজে পায় চট্টলার দলটি। ৫২ মিনিটে নাইজেরিয়ান মিডফিল্ডার পিটার থ্যাঙ্কগড এবং ৭২ মিনিটে রুবেল মিয়ার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।
আগামীকাল বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে বিরতি। পরশু দিন টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে বসুন্ধরা কিংস উত্তর বারিধারার বিপক্ষে খেলবে।
বিজ্ঞাপন
এজেড/এমএইচ