একটা জয়ই যেন বদলে দিয়েছে ন্যু ক্যাম্পের পরিস্থিতি। মৌসুমের শুরু থেকেই দলটির ভাঙাচোড়া অবস্থা। লিওনেল মেসির বিদায়ের সঙ্গে অর্থনৈতিক টানাপোড়ন তো ছিলই, সঙ্গী হয়েছিল মাঠের পারফরম্যান্সের হতশ্রী দশা। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৪-২ গোলের দারুণ জয় তুলে নিয়েছে বার্সা। 

তবে এই ম্যাচের আগে ছিল অস্বস্তিও। নানা নাটকের পর ওসমান দেম্বেলেকে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে স্কোয়াডে রেখেছিলেন বার্সা কোচ জাভি। তবে সেটি পছন্দ হয়নি ক্লাবটির সমর্থকদের। দেম্বেলের নাম ঘোষণার সময় ধুয়ো দেন তারা। ম্যাচশেষে সমর্থকদের দেম্বেলেকে সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন জাভি। 

তিনি বলেছেন, ‘আমি পছন্দ করব যদি তারা সমর্থন দেন। তাদের ধুয়ো না দিতে অনুরোধ করছি। তাকে দ্বিতীয়ার্ধে আমার খেলানোর ভাবনা ছিল। কিন্তু লাল কার্ডটা আসার পর আমাকে সিদ্ধান্ত বদলাতে হয়েছে। খেলাটা যেভাবে এগিয়ে যাচ্ছিল, সেভাবেই যেতে হয়েছে।’

বার্সার জন্য এই জয়টা কতটা জরুরি ছিল? চ্যাম্পিয়ন্স লিগ খেলার পথে লিগে সরাসরি প্রতিপক্ষ ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। বর্তমান চ্যাাম্পিয়নদের হারিয়ে তাই দারুণ খুশি জাভি। সঙ্গে তিনি সন্তুষ্ট দানি আলভেজের লাল কার্ড পাওয়ার আগ পর্যন্ত দলের পারফরম্যান্সে।

তিনি বলেছেন, ‘সবার এই জয়টা দরকার ছিল। এটা টার্নিং পয়েন্ট হতে পারে। আমাদের নম্র থাকতে হবে। এটা গুরুত্বপূর্ণ জয় চ্যাম্পিয়ন দলের বিপক্ষে। আমার মনে হয় আমরা দারুণ ৬০ মিনিট খেলেছি।’

এই ম্যাচে নতুন করে অভিষেক হয়েছে আদামা তোরের। দারুণ খেলেছেন এই ফুটবলার। তাকে নিয়ে জাভি বলেছেন, ‘আদামা খুব পরিপক্ক খেলোয়াড়। সে জানে কী করতে হবে। শারিরীকভাবেও সে দারুণ। ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে, আপনি তাকে হারাতে পারবেন না।’

এরপর এবারের মৌসুমে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে জাভি বলেছেন, ‘আমাদের এবারের মৌসুমে লক্ষ্য হচ্ছে লিগে সেরা চারে থাকা ও চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া।’

এমএইচ/এটি