আবারও বিতর্কিত পেনাল্টির শিকার জামাল ভূঁইয়ার দল!
বাংলাদেশ প্রিমিয়ার লিগে গত দুই রাউন্ডে রেফারিং নিয়ে তেমন আলোচনা-সমালোচনা হয়নি। তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে মুন্সিগঞ্জের শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ও শেখ রাসেল ম্যাচে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে চলছে বিস্তর সমালোচনা। ৩৯ মিনিটে একমাত্র পেনাল্টি গোলেই শেখ রাসেল লিগে প্রথম জয় পেয়েছে অন্য দিকে জামাল ভূঁইয়ার দল সাইফ স্পোর্টিং লিগে প্রথম হারের তেতো স্বাদ পেয়েছে। ম্যাচের জয়-পরাজয় নিষ্পত্তি হয়েছে ওই পেনাল্টির সিদ্ধান্তেই।
৩৯ মিনিটে রাসেলের কিরগিজ ডিফেন্ডার আইজার আকমাতোভ পেনাল্টি থেকে গোল করেন। এর আগের মিনিটে পেনাল্টির বাঁশি বাজান রেফারি বিটু রাজ বড়ুয়া। ব্রাজিলিয়ান থিয়াগো জুয়েলের উদ্দেশ্যে বল বাড়ান বক্সের সামনে। জুয়েল প্রথমে বল টাচ করে খানিকটা সামনে পাঠান। পরে নিজেই বলের নিয়ন্ত্রণ নিতে বক্সে ছোটেন। এ সময় বক্সে তার সঙ্গে ছিলেন সাইফের ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি। বল ডিফেন্ডার ও ফরোয়ার্ড দুজন থেকেই অনেকটা সামনে ছিল। বলটি বক্সের বাম দিক দিয়ে বেরিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে জুয়েল পড়ে যান বক্সে।
বিজ্ঞাপন
ভিডিও ফুটেজ কয়েকবার দেখে বোঝা যায়নি ডিফেন্ডার রাফি জুয়েলকে তেমন কোনো ফাউল করেছেন। অ্যাটাকারের নিয়ন্ত্রণহীন বলে ও গোলের সম্ভাবনা ক্ষীণ এমন একটি অ্যাকশনে পেনাল্টির বাঁশি বাজান রেফারি বিটু রাজ।
রেফারির এই বাঁশির পরপরই জুয়েল উল্লাসের ভঙ্গি করেন। অন্য দিকে রাফি ও সাইফের ফুটবলাররা এই সিদ্ধান্ত মানতে পারেননি। বিশেষ করে অধিনায়ক জামাল ভূঁইয়া অনেকক্ষণ রেফারির সঙ্গে এই সিদ্ধান্ত নিয়ে জেরা করেন। শেষ পর্যন্ত রেফারি তার সিদ্ধান্তে অটল থাকেন এবং এই পেনাল্টি থেকে গোল করে শেখ রাসেল ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে।
বিজ্ঞাপন
সাম্প্রতিক সময়ে রেফারির সিদ্ধান্তের বড় শিকার ছিল সাইফ স্পোর্টিং ক্লাব। ঢাকা আবাহনীর বিপক্ষে ফেডারেশন কাপ ফাইনালে তাদের নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেরি বাইসেঙ্গের পেনাল্টি বাতিল করে দেন রেফারি সাইমুন সানি। এ নিয়ে তীব্র সমালোচনা করেছিল ক্লাবটি।
ফেডারেশন কাপের পর এবার লিগেও রেফারির বিতর্কিত সিদ্ধান্তের শিকার হলো সাইফ। লিগে টানা দুই জয়ে যৌথভাবে শীর্ষ ছিল সাইফ স্পোর্টিং। আজ শেখ রাসেলের বিরুদ্ধে জিতলে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকতো জাতীয় দলের সাবেক কোচ আর্জেন্টাইন আন্দ্রেস ক্রুসিয়ানির দল। ন্যূনতম এক পয়েন্ট পেলেও শীর্ষস্থানটি যৌথভাবে থাকত। হেরে যাওয়ায় এখন পিছিয়ে পড়ল সাইফ। এমন হারের জন্য আন্দ্রেস ক্রুসিয়ানি রেফারির সিদ্ধান্তকেই দায়ী করেন।
এজেড/এনইউ