দলে এত বেশি তারকা—পিএসজি কোচ মাওরোসিও পচেত্তিনোর তাদের সামাল দেওয়ার ক্ষমতা আছে কি না, এ নিয়েও প্রায়ই প্রশ্ন উঠে। তিনি সেটা পারেন কিংবা না পারেন, আপাতত এই মৌসুমটা আর্জেন্টাইন কোচকেই সামাল দিতে হবে। অন্তত রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচটি অবধি। 

এই ম্যাচে তার বড় অস্ত্র হতে পারেন লিওনেল মেসি। যদিও চলতি মৌসুমে লিগ ওয়ানে তার মাত্র দুই গোল চিন্তার ভাঁজ ফেলছে কপালে। তবে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন তিনি। রিয়াল মাদ্রিদের বিপক্ষেও পরিসংখ্যানটা তার দারুণ। ৪৫ ম্যাচে পেয়েছেন ২৬ গোল। 

মঙ্গলবার রাতে ফের রিয়ালের বিপক্ষে জ্বলে উঠবেন মেসি, এমন বিশ্বাস পচেত্তিনোর। তিনি বলেছেন, ‘মেসি ভালো অবস্থায় আছে। এই ম্যাচটা নিয়ে সত্যিই সামনে তাকাতে চাই। এই ধরনের ম্যাচগুলোতে তার অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ। দলের সবার মধ্যে এটা ছড়িয়ে দিতে সে অপরিহার্য।’

রিয়ালের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন পিএসজি ফুটবলাররা, এটা জানিয়ে পচেত্তিনো বলেছেন, ‘আমাদের এই খেলার জন্য নিজেকে আলাদা করে উজ্জ্বীবিত করার দরকার নেই। কারণ সবাই ইতোমধ্যেই অত্যন্ত অনুপ্রাণিত ও রিয়ালের খেলতে এবং দলকে যে কোনও উপায়ে সাহায্য করার বিষয়ে রোমাঞ্চিত।’

‘আমাদের রিয়ালের প্রতি অনেক সম্মান আছে পৃথিবীর অন্যতম সেরা দল হিসেবে। কেবল কোচ দিয়ে আপনার পক্ষে ১৩টা ইউরোপিয়ান শিরোপা জেতা সম্ভব না। এটার জন্য ক্লাবের সব মিলিয়ে সক্ষমতা দরকার।’

পচেত্তিনো আরও বলেন, ‘আমাদের স্বপ্ন পূরণের জন্য এই স্কোয়াড গড়তে অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু এখনও আমরাই চ্যালেঞ্জার আর রিয়াল এমন দল, যাদের জেতার অভ্যাস আছে। যদিও নিজেদের অপরাধী মনে হয় না। দল, ক্লাব ও সমর্থকদের প্রতি আমার আস্থা আছে। যারা আমাদের অনেক শক্তি দেবে।’

এমএইচ/এটি