এবার মোহামেডানের কাছে হারল জামাল ভূঁইয়ার সাইফ
আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঐতিহ্যবাহী দুই দল ঢাকা আবাহনী ও মোহামেডানের আলাদা আলাদা ম্যাচ ছিল। দুই দলই নিজ নিজ ম্যাচে জিতেছে। মোহামেডান মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ লে. মতিউর রহমান স্টেডিয়ামে ২-০ গোলে জামাল ভূঁইয়ার সাইফ স্পোর্টিংকে ক্লাবকে হারিয়েছে।
প্রথম দুই রাউন্ডে জিতে ছয় পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে ছিল সাইফ স্পোর্টিং। তৃতীয় রাউন্ডে রেফারির বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্তে শেখ রাসেলের কাছে হারে সাইফ। রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ফুটবলাররা। ম্যাচের পর তীব্র প্রতিবাদ করে বসেন তারা। এ নিয়ে শোকজ, ডিসিপ্লিনারি সভার পর এখন ভিডিও ফরেনসিক তদন্ত হবে।
বিজ্ঞাপন
সেই ম্যাচের পর সময় ভালো যাচ্ছে না জামাল ভূঁইয়ার দল সাইফ স্পোর্টিংয়ের। শেখ রাসেলের পর আজ মোহামেডানের বিপক্ষে হারল দলটি। সাদাকালোদের অধিনায়ক সুলেমান দিয়াবাতে ও শাহরিয়ার ইমন একটি করে গোল করেন।
ম্যাচের প্রথম ৫ মিনিটে তিনটি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি মোহামেডান। ছয় মিনিট পর গোলের সুযোগ পেয়েছিল সাইফ। রহিমের কাছ থেকে পাওয়া বল পোস্টের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন ফাহিম। পরের মিনিটে মোহামেডানের গোলরক্ষক সুজন এমেকা ওগবাগের দূরপাল্লার শট দুর্দান্তভাবে সেভ করেন।
বিজ্ঞাপন
৩১ মিনিটে সুলেমান দিয়াবাতের গোলে এগিয়ে যায় মোহামেডান। ফ্রি কিক থেকে ভেসে আসা বল বক্সের ভেতরে ওবি মোনেকের মাথায় লেগে সেটা দিয়াবাতের পায়ের কাছে পড়ে, আলতো টোকায় সে বল জালে জড়ান দিয়াবাতে। গোলের আনন্দে নেচে ওঠে সাদা-কালো শিবির (০-১)।
চার মিনিট আবারও গোলের সুযোগ পায় দলটি। তবে সে যাত্রায় সাইফকে রক্ষা করেন গোলরক্ষক মিতুল। টানা তিনটি শট প্রতিহত করেন তিনি। প্রথমার্ধের শেষ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন উচ্ছ্বাস।
দ্বিতীয়ার্ধের ছয় মিনিটে নিজেদের দ্বিতীয় গোল পায় মোহামেডান। শাহরিয়ার ইমনের গোলের সঙ্গে সঙ্গে মোহামেডানের জয়টাও নিশ্চিত হয়ে যায়। এরপর সাইফ উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি। উলটো মোহামেডান সুযোগ পেয়েছিল আরও। ৮৪ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি শাহরিয়ার ইমন। এর আগেও বেশ কিছু সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। তাতে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে দুই গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে।
এজেড/এনইউ