ইতিহাস গড়ার হাতছানি ছিল বাংলাদেশ হকি দলের সামনে। তবে সেই ইতিহাস তো নয়ই, উল্টো লজ্জায় শেষ হলো বাংলাদেশের এশিয়া কাপ মিশন। আজ পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ০-৮ গোলের ব্যবধানে হেরেছে পাকিস্তানের বিপক্ষে। ফলে বিগত আসরগুলোর মতো ষষ্ঠ হয়েই ফিরতে হচ্ছে বাংলাদেশকে। 

টানা ছয় এশিয়া কাপ খেলা একমাত্র খেলোয়াড় বাংলাদেশের রাসেল মাহমুদ জিমি চেয়েছিলেন পঞ্চম হয়ে শেষ করতে। জিমির এশিয়া কাপের শেষ ম্যাচটা বিষাদেই পরিণত হলো। চার বছর পরের এশিয়া কাপ খেলা জিমির জন্য অনেকটা অসম্ভবই৷ 

বাংলাদেশের বিভীষিকার শুরু ম্যাচের ১১ মিনিটে। রিজওয়ান আলীর পেনাল্টি কর্নার থেকে লিড নেয় পাকিস্তান। প্রথম কোয়ার্টার ১-০ গোলে শেষ হয়। দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে আল মুবাসসরের গোলে স্কোরলাইন ২-০ হয়। এই স্কোরলাইন নিয়ে দুই দল মধ্য বিরতিতে যায়। 

তৃতীয় কোয়ার্টারে পাকিস্তান আরো ৩ গোল করে। বাংলাদেশ শেষ কোয়ার্টারে গোলের চেষ্টা করে ব্যর্থ হয়। উল্টো এই কোয়ার্টারে বাংলাদেশ ৩ গোল হজম করে ০-৮ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়ে।

এজেড/এনইউ/এটি